অধিনায়কত্ব করলে ক্রিকেট জ্ঞান বাড়ে, বিশ্বাস মুমিনুলের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন মুমিনুল হক। আগামীকাল (১৪ নভেম্বর) ইন্দোরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। বরাবরের মতো এবারও ইতিবাচক থাকার চেষ্টা করছেন মুমিনুল।
তিনি মনে করেন, অধিনায়কত্ব কাঁধে থাকলে ক্রিকেট জ্ঞানটা একটু বাড়ে। সেই সঙ্গে বাড়তি কিছু দায়িত্বও নিতে হয়। এগুলো দিয়ে ক্যারিয়ার সমৃদ্ধ করার লক্ষ্য বাংলাদেশের নতুন এই টেস্ট অধিনায়কের।

এ প্রসঙ্গে মুমিনুল বলেছেন, ‘আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। অধিনায়কত্বে থাকলে হয়তো ক্রিকেট জ্ঞানটা একটু বাড়ে। কিছুটা হয়তো দায়িত্ব থাকে। এগুলো হয়তো উন্নতি হবে আরও বেশি। আমার পারফরম্যান্সের গঠন ভালো হবে।’
মুমিনুল বাংলাদেশের বিশেষজ্ঞ টেস্ট ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। অধিনায়কত্ব নেয়ার আগে যেভাবে খেলেছেন এখনও সেভাবেই খেলার পরিকল্পনা তাঁর। অধিনায়কত্ব থেকে ইতিবাচক ধারণাগুলো নেয়ার চেষ্টা করবেন তিনি।
মুমিনুল বলেছেন, ‘যখন থেকে অধিনায়কত্ব পেয়েছি, জিনিসটা কোনো সময় ফিল করিনি। কারণ আমি অধিনায়কত্বের আগে যেভাবে ব্যাটসম্যান হিসেবে খেলেছিলাম এখনও ওইভাবে ব্যাটসম্যান হিসেবে খেলব। ক্যাপ্টেন্সি করলে সব সময় একটি পজেটিভ দিক থাকে।’