promotional_ad

মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি!

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বেশ কয়েক বছর পর দলে ফিরে শফিউল ইসলাম-আল আমিন হোসেনরা যখন  বল হাতে নিয়মিত চমক দেখাচ্ছেন। সেখানে নিষ্প্রভ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের একটি টি-টোয়েন্টিতেও জ্বলে উঠতে পারেননি তিনি।


তিন ম্যাচেই দলের অন্যতম খরুচে বোলার ছিলেন তিনি, পাননি কোনো উইকেট। এমন পারফরম্যান্সের পরও মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার সময় আসেনি বলে মনে করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। ছন্দে ফেরার জন্য মুস্তাফিজকে আরও সময় দেওয়ার পক্ষে সাবেক এই অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘মুস্তাফিজ পারফর্মার। এই বছরটা ভালো যায়নি। আগেরগুলো যদি দেখেন, সে পারফরম্যান্স করেছে। এই বছরে ওর ইকনোমিটা একটু হাই। কিন্তু উইকেট নিচ্ছে। এখন পর্যন্ত স্লগ ওভারে সে আমাদের সেরা বোলার। আমি মনে করি এখনই সিদ্ধান্তের মধ্যে আসার সময় হয়নি।’


প্রথম টি-টোয়েন্টিতে ২ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ, ১৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.৪ ওভার বোলিং করে ৩৫ রান দেন বাঁহাতি এই পেসার। এই ম্যাচেও উইকেটশূন্য থাকেন তিনি। তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে আরও খরুচে ছিলেন মুস্তাফিজ।


সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৪ ওভারে তাঁর খরচা ৪২ রান। গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছিলেন তিনি। মুস্তাফিজের এই বাজে ফর্ম নির্বাচকদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।



বাশার মনে করেন মুস্তাফিজ ফর্মে থাকলে বাংলাদেশ দলের কাজটা একটু সহজ হয়ে যেত। কাটার বিশেষজ্ঞ হলেও এখন জোরের ওপর বল করার দিকেই নজর মুস্তাফিজের। বাশার মনে করেন এই বলগুলো আয়ত্বে এলেই ফর্মে ফিরবেন মুস্তাফিজ।


মুস্তাফিজের ফর্মে ফেরা নিয়ে বাশার বলেছেন, ‘এটা অবশ্যই চিন্তার বিষয়। সে ফর্মে থাকলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। কোনো বোলারের সঙ্গে তুলনা দিব না। সে এখন কাটারটা একটু কমিয়ে দিয়েছে, জোরে বল করার চেষ্টা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball