promotional_ad

কাঁধে চোট মুশফিকের, আছেন পর্যবেক্ষণে

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কাঁধে চোট পেয়ে মাঠে ছেড়েছেন মুশফিকুর রহিম। তামিম একাদশের ইনিংসের ২৬তম ওভারে আল আমিন হোসেনর বলে ইয়াসির আলি রাব্বির ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছেন তিনি। এই মুহূর্তে মাঠ ছেড়ে গেছেন এই উইকেটরক্ষক।


২৬তম ওভারের চতুর্থ বলে আল আমিনের স্লোয়ার বল মারতে গিয়ে উপরে ক্যাচ তুলে দেন ইয়াসির আলি। পয়েন্ট অঞ্চলে সেই ক্যাচ লুফে নিতে গেলেও তা গ্লাভসের কানায় লেগে মাটিতে পরে যায়।



promotional_ad

সে সময় ডাইভ দিতে গিয়ে খুব বাজে ভাবে মাটিতে নুইয়ে পরেন মুশফিক। ডান কাঁধে চোট পেয়ে কাতরাতে থাকেন। এরপর ফিজিও এসে খানিকটা চিকিৎসা দিয়ে মাঠে থেকে নিয়ে যান মুশফিককে। এই মুহূর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন ইরফান শুক্কুর।


দূর থেকে দেখে চোট অনেকটাই গুরুতর মনে হলেও দলীয় একটি সূত্র জানিয়েছে, গুরুতর কিছু হয়নি। সূত্র জানায়, 'মুশফিকের চোট তেমন গুরুতর মনে হচ্ছে না, আপাতত বরফ দেয়া হয়েছে। পর্যবেক্ষনে থাকবে সে। স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে কিনা এটা এখনই বোঝা যাচ্ছে না।' 


 প্রেসিডেন্টস কাপে বাঁচা-মরার ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নেমেছে তামিম একাদশ। ত্রিদলীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে তামিমদের। তবে এর আগের তিন ম্যাচে আগে ব্যাট করা দলটিকে এবার ব্যাট করতে হচ্ছে ফ্লাড-লাইটের আলোতে।



কারণ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নাজমুল একাদশ। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাড় করাতে পারেনি নাজমুলবাহিনী। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ৪১ ওভারে। এর আগেই ৩৯.৩ ওভারে তারা অল আউট হয়েছে ১৬৫ রানে। বৃষ্টি আঈনে ৪১ ওভারে ১৬৪ রান করতে হবে এখন তামিমদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball