promotional_ad

ফ্রন্ট লাইনের যোদ্ধা ডাঃ মঈন উদ্দিনঃ মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার (১৫ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ মঈন উদ্দিন। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ। 


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজাও মঈন উদ্দিনের মৃত্যুতে মর্মাহত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে শোক বার্তা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ডাক্তার মোঃ মঈন উদ্দিনকে ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছেন মাশরাফি। 



promotional_ad

নড়াইলের এমপি লিখেছেন, 'সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডাঃ মোঃ মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মত।'


করোনাভাইরাসের ছোবলে যখন স্থবির গোটা বিশ্ব তথা বাংলাদেশ, সেসময় মানুষের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেছেন মঈন উদ্দিন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চিকিৎসাসেবা দিয়ে গেছেন মানুষের। কিন্তু এই লড়াইয়ের শেষ দেখার আগেই বিদায় নিতে হলো তাঁকে।


মহান এই বীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাশরাফি তাই লিখেছেন, 'বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন। মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- "স্যালুট"।



বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাক্তার মোঃ মঈন উদ্দিন। গত ৫ এপ্রিল করোনা ধরা পড়ে তাঁর।  মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে তাঁর শরীর বেশি খারাপ হয়। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানতে হলো তাঁকে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball