৩৮ নম্বর দিয়ে র্যাঙ্কিংয়ে অভিষেক নাঈমের

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অভিষেক হয় মোহাম্মদ নাঈম শেখের। এরপর পুরো সিরিজে রোহিত শর্মার দলের বিপক্ষে দারুণ খেলে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশর তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটা দ্বিতীয় সেরা অবস্থান। তাঁর উপরে আছেন কেবল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর অবস্থান ২৯ নম্বরে। সেরা পঞ্চাশে আছেন আরও একজন বাংলাদেশি ব্যাটসম্যান।

লিটন দাস আছেন ৪১তম স্থানে। এ ছাড়া সৌম্য সরকার ও মুশফিকুর রহিম আছেন যথাক্রমে ৫১ ও ৫২তম স্থানে।
ভারতের বিপক্ষে সিরিজটি স্বপ্নের মতো গেছে নাঈমের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাঈমের ব্যাট থেকে আসে ২৬ রান। দ্বিতীয় ম্যাচে তিনি করেন ৩৬ রান।শেষ ম্যাচে ১০ চার ও ২ ছক্কায় ৪৮ বলে নাঈম খেলেন ৮১ রানের চোখ ধাঁধানো ইনিংস।
ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ১৪৩ রান করেছেন বাংলাদেশের নবাগত এই বাঁহাতি ওপেনার। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নাঈমের সঙ্গে যৌথভাবে ৩৮ নম্বরে আছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।