সবাই পারফর্মার হয় না, নাঈম পারফর্মারঃ বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরোয়া ক্রিকেট এবং বয়সভিত্তিক দল পেরিয়ে অনেক ক্রিকেটারই জাতীয় দলের জায়গা করে নেন। তবে সবাই পারফর্মার হন না। মোহাম্মদ নাঈম শেখের মাঝে পারফর্মারের প্রতিচ্ছবি দেখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
নাঈমের রান করাটাকে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো খবর বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে রান করতে যে বিশেষ ক্ষমতা লাগে সেই ক্ষমতা নাঈমের আছে বলে ধারণা বাশারের।

এ প্রসঙ্গে বিসিবির এই নির্বাচক বলেছেন, 'নাঈম শেখের রান করাটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো খবর। দুই বছর ধরে হাইপারফরম্যান্সে তৈরি করা হচ্ছিলো তাঁকে। পারফরম্যান্স করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক প্রতিভাবান ক্রিকেটারই আসে। পারফর্মার সবাই হয় না। নাঈম শেখকে দেখে মনে হচ্ছে সে পারফর্মার।'
ভারতের বিপক্ষে চলতি সিরিজেই নাঈমের মাথায় উঠেছে টি-টোয়েন্টি ক্যাপ। দিল্লিতে প্রথম ম্যাচে ২৬ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৩৬ করে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৪৮ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন নাঈম। ১০ চার ও ২ ছক্কায় ভারতের বোলিং আক্রমণকে একাই এলোমেলো করে দেন তিনি।
যদিও অন্যদের ব্যর্থতায় ৩০ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। বাশার মনে করেন শেষ ম্যাচে বড় ইনিংস খেলে নাঈম দেখিয়েছেন তিনি বড় ইনিংস খেলতে পারেন। নাঈমকে বিসিবি যে সময় দিয়েছে ভবিষ্যতে তিনি এর প্রতিদান দেবেন বলেই বিশ্বাস এই নির্বাচকের।
বাশারের ভাষ্যমতে, 'প্রথম দুটি ম্যাচে বড় রান করতে পারেনি। শেষ ম্যাচে কিন্তু বড় রান করেছে। সবাইকে দেখিয়েছে ও বড় রান করতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে রান করার বিশেষ ক্ষমতা লাগে। এখনই মন্তব্য করা ঠিক না। মাত্র তিনটি ম্যাচ খেলেছে। ওর উপর আমরা যে ইনভেস্টটা করেছি তা হয়তো ভবিষ্যতে আরও কাজে লাগবে।'