আজকের ম্যাচে আমরা ব্যর্থঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টপ অর্ডার দারুণ শুরু এনে দিলেও ভারতের দেয়া ১৭৫ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। এর দায় অনেকেই দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে দিচ্ছেন।
তাঁরা দুজনই এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। মুশফিক রানের খাতা খোলার আগেই ফিরেছেন। আর মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান। ম্যাচ শেষ মাহমুদউল্লাহ সিরিজের শেষ ম্যাচে হারের দায় নিজেদের কাঁধেই নিয়েছেন।

পুরো সিরিজের পারফরম্যান্সে অবশ্য নিজেদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজ নির্ধারণী ম্যাচ হারের জন্য ঢালাও ভাবে মুশফিককেও দায় দিতে নারাজ মাহমুদউল্লাহ।
তিনি বলেন, 'আমি মুশিকে (মুশফিকুর রহিম) দোষ দিতে পারি না। সে ব্যর্থ হয়েছে এটা বলতে পারেন না। যদি আজকের ম্যাচের কথা বলেন আমরা ব্যর্থ। আমাদের সুযোগ থাকলেও আমরা করতে পারিনি।'
সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে দারুণ মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে, এর ফলে কিছুটা হলেও তাঁর দল হতাশ। এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ।
'প্রথম ম্যাচটা যখন জিতেছিলাম খুব ভালো একটা মোমেন্টাম পেয়েছিলাম। খুব ভালো একটা শুরু পেয়েছিলাম। যেটা আমাদের বাংলাদশ দলের একটি শক্তি। ওইখান থেকে যখন সিরিজটা হারি সেটা কিছুটা হলেও হতাশাজনক।'