দুই দিনে খুলনা-রাজশাহী খেললো মাত্র ১২ ওভার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সারা দেশের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল)। টানা বৃষ্টির কারণে শনিবার মাঠে গড়াতে পারেনি খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের ম্যাচটি।
দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১২ ওভার। রাজশাহী বিভাগ কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান করে দিন শেষ করেছে। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা।

আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে কোনো বিপদে পড়তে দেননি দুই ওপেনার মিজানুর রহমান এবং অভিষেক মিত্র। দুজনই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। অভিষেক অপরাজিত আছেন ৩০ বলে ৯ রান করে।
মিজানুরের সংগ্রহ ৪৩ বলে ২৬। ম্যাচের তৃতীয় দিন রাজশাহীর ভালো শুরু নির্ভর করছে এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই। যদিও দুই দিনে মাত্র ১২ ওভার খেলা হওয়ায় ধরে নেয়াই যায় ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগঃ ১২ ওভারে ৩৬/০ (মিজানুর ২৬*, অভিষেক ৯*)