ফতুল্লায় সুমনের বিধ্বংসী বোলিং

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ১৪/৩, ওভার- ১২
জহুরুল ৩*, মুশফিক ০*; সুমন খান ৩/১

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।
তৃতীয় উইকেট তুলে নিলেন সুমনঃ দুর্দান্ত বোলিং করে নিজের তৃতীয় উইকেট তুলে নিলেন ঢাকা বিভাগের পেসার সুমন খান। রাজশাহী বিভাগের অভিশেক মিত্রকে ৬ রানে ফিরিয়েছেন তিনি। সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন এই ব্যাটসম্যানকে।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন মুশফিকুর রহিম। তাঁর সঙ্গে আছেন অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম।
সুমনের জোড়া আঘাতঃ বোলিংয়ে ধার দেখিয়েছেন রাজশাহী বিভাগের তাইজুল ইসলাম, শফিউল ইসলামরা। এবার বোলিং সামর্থ্য দেখাচ্ছেন ঢাকা বিভাগের বোলাররাও। ইতোমধ্যে রাজশাহীর দুই উইকেট তুলে নিয়েছে ঢাকা।
পেসার সুমন একাই রাজশাহীর দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। ওপেনার মিজানুর রহমানকে ১ রানে এবং ২ রানে তিনে নামা জুনায়েদ সিদ্দিকিকে ফেরান ডানহাতি এই পেসার।
বর্তমানে রাজশাহীর হয়ে উইকেটে রয়েছেন অধিনায়ক জহুরুল ইসলাম এবং চারে নামা অভিশেক মিত্র।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে রনি তালুকদার এবং তাইবুর রহমানের সেঞ্চুরিতে ২৪০ রান সংগ্রহ করে ঢাকা বিভাগ।