পরিবর্তন হচ্ছে সাকিবদের একাদশে?

ছবি:

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের মূল একাদশে তিনটি পরিবর্তন এনেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট। দলে ফিরিয়ে আনা হয়েছিলো ইনজুরি থেকে সেরে ওঠা ঋদ্ধিমান সাহাকে।
তার বদলে একাদশ ছাড়তে হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান শ্রীভাস্ত গোস্বামীকে। এছাড়া মিডল অর্ডারে অফফর্মে থাকা মানিশ পান্ডেকেও একাদশ থেকে বের করা হয়েছিলো।
আর তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দীপক হুদা। অপরদিকে বোলিংয়ে সন্দ্বীপ শর্মার পরিবর্তে দলে জায়গা হয় খলিল আহমেদের। এবার ধারণা করা হচ্ছে ফাইনালের একাদশেও একটি পরিবর্তন আনবে হায়দ্রাবাদ।

ধারণা করা হচ্ছে খলিল আহমেদের পরিবর্তে আবারো একাদশে ফিরতে যাচ্ছেন সন্দীপ শর্মা। কেননা খলিল আহমেদ গেলো ম্যাচে ভালো করতে পারেননি। ৩ ওভারে ত্রিশঊর্ধ্ব রান দিয়ে উইকেট শুন্য ছিলেন তিনি।
এছাড়া কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই হায়দ্রাবাদ একাদশে। এদিকে চেন্নাইয়ের একাদশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। শেষ ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে দেখা যেতে পারে তাদের।
সম্ভাব্য একাদশঃ-
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংসঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিদি।