আইসিসির সঙ্গে একাত্মতা প্রকাশ লঙ্কান বোর্ডের

ছবি:

গত বছর শ্রীলঙ্কা সফরে গলে সিরিজের প্রথম টেস্ট খেলেছিল ভারত। সেই ম্যাচে স্বাগতিকদের ৩০৪ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত। দীর্ঘ এক বছর পর জানা গেছে এই ম্যচটি ছিল পাতানো। জনপ্রিয় টিভি চ্যানেল আল-জাজিরা এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।
শুধু এই ম্যাচটিই নয়, ২০১৬ সালের আগস্টে একই মাঠে অনুষ্ঠিত হওয়া সফরকারী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটিও পাতানো ছিল বলে দাবি তাদের। এর পক্ষে বেশ শক্ত প্রমাণ দিয়েছে তারা।
এদিকে এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই অ্যান্টি করাপশন কর্মকর্তাদের নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে আইসিসি। পৃথক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ডও জানিয়েছে দুর্নীতিকে একবিন্দু প্রশ্রয়ও দেবে না তারা। বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা মিডিয়ার সামনে জানান,

'শ্রীলংকা ক্রিকেট দুর্নীতিকে একবিন্দু প্রশ্রয়ও দেবে না। কেউ যদি এই ঘটনায় দোষী প্রমাণ হয় তাহলে মুহূর্তের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এর আগ পর্যন্ত শ্রীলংকা ক্রিকেট সবসময় আইসিসির সাথে থাকবে, তাদের নির্দেশনা অনুসরণ করবে।'
উল্লেখ্য, আল-জাজিরার গোপন তদন্তে জুয়াড়িদের কাছ থেকে জানা গেছে, ম্যাচের আগেই তারা মাঠকর্মীদের ঘুষ দিয়ে পিচ বানিয়ে নিয়েছিল নিজেদের চাহিদা মতো। ভারতের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে খেলা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচের উইকেট ছিল বোলিং নির্ভর।
দুটি ম্যাচই গড়াপেটার পেছনে যুক্ত ছিলেন মুম্বাইয়ের জুয়াড়ি রবিন মরিস। গল মাঠের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক থারাঙ্গা ইন্দিকাকে প্রতিবেদক ইচ্ছেমত পিচ বানানোর প্রস্তাব দিলে তাতেও রাজি হন তিনি।
প্রকাশিত আল-জাজিরার গোপন ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা গেছে ম্যাচ ফিক্সার রবিন মরিস গলের গ্রাউন্ডসম্যান থারিঙ্গা ইন্দিকার হাতে টাকা তুলে দিচ্ছেন। প্রতিবেদকের অভিযোগ, ইন্দিকা পিচ ডক্টরেট করার জন্য ৩৭,০০০ হাজার ডলার নিয়েছিলেন।
এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল ফিক্সিংয়ের পর চলতি বছরের নভেম্বরে এই গলের মাঠেই গড়াতে যাওয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টও আছে বাজিকরদের নজরে; এমনটাই জানিয়েছে আল-জাজিরা।