promotional_ad

মেয়েদের আইপিএলের লড়াই শুরু আজ

promotional_ad

এতদিন ক্রিকেট বিশ্ব দেখে এসেছে ছেলেদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইপিএলের অাদলে শুরু হতে যাচ্ছে মেয়েদের টি টোয়েন্টি টুর্নামেন্ট।


আর সেই টুর্নামেন্টের আগে আজ মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে অংশ নিবেন ক্রিকেট বিশ্বের স্বনামধন্য সব নারী ক্রিকেটাররা। মূলত মেয়েদের আইপিএল আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচটির উদ্যোগ নিয়েছে বিসিসিআই।


এই ম্যাচের নাম দেয়া হয়েছে ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ। যেখানে আজ মুখোমুখি হতে যাচ্ছে সুপারনোভাস এবং ট্রেইলব্লেজার্স নামক দুটি দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে তারা। সুপার নোভাস দলটির অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হারমানপ্রিত কাউরের কাঁধে।


অপরদিকে ট্রেইলব্লেজার্সের অধিনায়কত্ব করবেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। আইপিএলের মতো এই ম্যাচেও নিয়ম খেলছেন বেশ কিছু বিদেশী ক্রিকেটার। সেক্ষেত্রে সুপার নোভাসের স্কোয়াডে বিদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, এলিস পেরি, মেগান স্কট এবং ইংল্যান্ডের ড্যানিয়েল হোয়াইট।



promotional_ad

অপরদিকে ট্রেইলব্লেজার্স দলটিতে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস, ইংল্যান্ডের ড্যানিয়েল হ্যাজেল, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং বেথ মুনি। উল্লেখ্য এই টুর্নামেন্টে সুযোগ পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।


ট্রেইল ব্লেজার্স (স্কোয়াড)-


অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সুজি বেটস, দীপ্তি শর্মা, বেথ মুনি, জেমিমাহ রদ্রিগেজ, ড্যানিয়েল হ্যাজেল, শিখা পান্ডে, লি তাহুহু, ঝুলান গোস্বামী, একতা বিশ্ত, পুনম যাদব, দয়ালান হেমালাথা।


সুপার নোভাস স্কোয়াড-



ড্যানিয়েল হোয়াইট, মিতালি রাজ, মেগ ল্যানিং, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, ভেডা কৃষ্ণামূর্তি, মোনা মেসরাম, পূজা বস্ত্রকার, মেগান স্কট, রাজ্যেশ্বরী গায়াওয়াদ, অানুজা পাতিল, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball