ভারত ১১২, ধোনি ৬৫

সংবাদ
ভারত ১১২, ধোনি ৬৫
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা।টসে হেরে ব্যাট ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানে অল আউট হয়েছে ভারত। ইনিংসের শুরুতেই লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে ভারত।

পেস বান্ধব উইকেটের সুবিধা নিয়ে দিনের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমালের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন ওপেনার শিখর ধাওয়ান। ২ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ধাওয়ান বিদায় নেয়ার খানিক পরই আরেক ওপেনার রোহিত শর্মাকেও ০ রানে বিদায় করেন এই পেসার। ২ রানে ২ উইকেট হারিয়ে বসা ভারতকে উদ্ধার করতে পারেননি দীনেশ কার্তিক।

দলীয় ৮ রানে তিনিও লাকমালের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন। ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসা ভারত আরও বিপদে পড়েন মনিশ পান্ডে বিদায় নেয়ার পর। ১৬ রানে ৪ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারও বিদায় নেন ম্যাথিউসের বলে।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ১০ রান করে বিদায় নেন পান্ডিয়া। প্রদিপ তুলে নেন তার দ্বিতীয় উইকেট। এর দুই ওভার পর আবারও আঘাত হানেন এই পেসার।

ভুবনশ্বর কুমারকে উইকেটের পেছনে ফিরিয়ে তুলে নেন নিজের চতুর্থ উইকেট। টানা উইকেট হারিয়ে ওয়ানডেতে সর্বনিন্ম স্কোরে আউট হওয়ার শঙ্কার মুখে পড়ে ভারত।

এর আগে সেই লঙ্কানদের কাছেই ৩৫ রানে অল আউট হয়েছিল জিম্বাবুয়ে, যা ইতিহাসের সর্বনিন্ম স্কোর। ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন স্কোরও একই প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষে। শারজাহর মাঠে ২০০০ সালে ৫৪ রানে অল আউট হয়েছিল ভারত।

তবে কুলদিপ যাদব এবং মহেন্দ্র সিং ধোনি ধুঁকতে থাকা ভারতকে উদ্ধার করার করার চেস্টা করেন। কুলদিপ ২৫ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে লজ্জা মুক্ত করতে সাহায্য করেন। 

আকিলা ধনঞ্জয়ার অফ স্পিনে ইনিংস বড় হয়নি কুলদিপের। লড়াই থামাননি ধোনি। বোলার বুমরাহর সাথে ছোট জুটির পর শেষ ব্যাটসম্যান চাহালকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন।

ইনিংসের ৩৬তম ওভারে এসে ৭৪ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন ধোনি। ইনিংসের ৩৯তম ওভার পর্যন্ত একাই দলের রান টেনে নেন ধোনি। রান তাড়া করতে গিয়ে পেরেরার বলে আউট হন তিনি। 

৮৭ বলে ৬৫ রান করে দলকে ১১২ রানের সম্মানজনক পুঁজি এনে দেন ধোনি। লঙ্কানদের হয়ে লাকমল চারটি ও নুয়ান প্রদিপ দুটি করে উইকেট নেন। জয়ের জন্য লঙ্কানদের মাত্র ১১৩ রান দরকার।

আরো পড়ুন: this topic