promotional_ad

অমিতের সেঞ্চুরি, পিনাকের এক রানের আক্ষেপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম

১২ ডিসেম্বর ২৪
তামিমের আরেকটি দারুণ শট, ছবি: ক্রিকফ্রেঞ্জি

মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়তে হয়েছে পিনাক ঘোষকে। তবে কক্সবাজারের একাডেমী মাঠে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন অমিত হাসান। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ দিনে এই দুজনের ইনিংসে তিন উইকেটে ২৪৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে সিলেট বিভাগ।


টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকে অবশ্য খুলনা বিভাগের দাপটই অব্যাহত ছিল। পঞ্চম ওভারের মধ্যে সিলেটের ওপেনিং জুটি ভেঙে দেয় খুলনা। উইকেট নেন শেখ মেহেদী। ১২ বলে চার রান করা ওপেনার তৌফিক খান তুষারকে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন তিনি।



promotional_ad

সাত রানে প্রথম উইকেট হারানো সিলেট দলীয় ২৬ রানে মুবিন আহমেদ দিশানকে হারান। তবে তখন আউট হননি দিশান, আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর পিনাকের সঙ্গে ১৬৮ রানের জুটি গড়েন অমিত।


আরো পড়ুন

ইমরানুজ্জামানের ৪৬, আলিসের ৩ উইকেটে মেট্রোর হ্যাটট্রিক জয়

১৪ ডিসেম্বর ২৪
খুলনার টপ অর্ডারকে গুঁড়িয়ে উড়ছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

এই জুটিতেই দলটি বড় স্কোরের পথে এগিয়ে যায়। এই জুটিও ভাঙেন মেহেদী। ৯৯ রানে থাকা পিনাক ঘোষ তার বলে উইকেটের পেছনে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে ফিরে যান। ২১৮ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান পিনাক।


এরপর আবারও মাঠে নামেন দিশান। অমিতের সঙ্গে তার জুটি বেশীক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদী। দিশানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করেন তিনি। ফেরার আগে ৪১ বলে তিনটি চারে ২১ রান করেন দিশান।



২১৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায়। এরপর আরও ১৩ ওভারের মতো দিনের খেলা হলেও আর উইকেট পড়েনি সিলেটের। এরমধ্যে সেঞ্চুরি তুলে নেন ইনফর্ম ব্যাটার অমিত। ২২৮ বলে আটটি চার ও একটি ছক্কায় ১০৯ রানে অপরাজিত আছেন এই ব্যাটার।


তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন আসাদুল্লা আল গালিব। ২৭ বলে আট রানে অপরাজিত আছেন তিনি। খুলনার হয়ে ৮২ রান খরচায় তিনটি উইকেটই নেন মেহেদী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball