promotional_ad

ব্রুকের সেঞ্চুরি, ৩৪৮ দিন পর হারল অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা ১৪ ম্যাচ জয়ের পর অবশেষে থামল অস্ট্রেলিয়ার জয়রথ। ওয়ানডেতে গত বছর থেকে একটানা ১৪ ম্যাচ জিতে অজিরা। বিশ্বচ্যাম্পিয়নদের এই ফরম্যাটে হারানো একরকম অসম্ভবই হয়ে গিয়েছিল। অবশেষে হারের মুখ দেখল তারা। সবমিলিয়ে ৩৪৮ দিন পর হারল দলটি। অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক।


গত বছর ১২ অক্টোবর বিশ্বকাপে শেষবার সাউথ আফ্রিকার বিপক্ষে হারে ট্রাভিস হেড, স্টিভ স্মিথরা। এরপর থেকে টানা জিতেই যাচ্ছিল দলটি। ভারতের মাঠে বিশ্বকাপ জয়ের পরও একের পর এক ওয়ানডে ম্যাচ জিতছিল প্যাট কামিন্সের দল।



promotional_ad

আগে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ৩০৪ রান। ওপেনিং জুটি বা টপ অর্ডার তেমন নজর না কাড়লেও অ্যালেক্স ক্যারির ৬৫ বলে অপরাজিত ৭৭, স্টিভ স্মিথের ৮২ বলে ৬০, ক্যমেরন গ্রিনের ৪৯ বলে ৪২ এবং অ্যারন হার্ডির ২৬ বলে ৪৪ রানের ক্যামিওর সৌজন্যে লড়াকু স্কোরে পৌঁছায় অজিরা।


ছোটো ছোটো কয়েকটি জুটিতেই এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়ার ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ৮৪ রান তোলেন স্মিথ ও গ্রিন। পঞ্চম উইকেট জুটিতে ৪০ রান তোলেন স্মিথ ও ক্যারি। ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাক্সওয়েল ও ক্যারি তোলেন ৫৪ রান। সপ্তম উইকেট জুটিতে ক্যারি-হার্ডি তোলেন ৬৮ রান। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার।


জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার ব্যর্থ হন। মাত্র ১১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তারপর উইল জ্যাকস এবং হ্যারি ব্রুক খেলা ধরে নেন। ৮২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস, মারেন নয়টি চার এবং একটি ছয়। ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন সদ্য ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়া হ্যারি ব্রুক।

ম্যাচের শেষ পর্যন্ত তিনি লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে করে অপরাজিত ছিলেন। লিয়াম লিভিংস্টোন করেন ২০ বলে ৩৩ রান। বৃষ্টি বাগড়া দেয়ার ম্যাচে সেই সুবাদেই ডিএলএস মেথডে ৪৬ রানে জিতে যায় ইংল্যান্ড।



ইংল্যান্ড জিতলেও সিরিজে এই মূহূর্তে ২-১ এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পাওয়ায় মোমেন্টাম পেয়েছে ইংলিশরা। তারা অন্তত পরের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে। এর আগে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball