promotional_ad

আবারও মাঠে গড়াবে বাংলা টাইগার্স ও টরোন্টোর এলিমিনেটর ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে শনিবার ফের মাঠে গড়াবে বাংলা টাইগার্স মিসিসাগা ও টরোন্টো ন্যাশনালসের মধ্যকার এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচটি হবে ১০ ওভারের। আজ এক বিবৃতিতে এমনটা জানিয়েছে কর্তৃপক্ষ।


প্রথমে সুপার ওভার না খেলতে চাওয়ায় সাকিব আল হাসান ও শরিফুল ইসলামদের বাংলা টাইগার্সকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্টরা। তবে কিছুক্ষণ পরই বদলে যায় সেই সিদ্ধান্ত।



promotional_ad

গ্রুপপর্বের সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিন নম্বরে ছিল বাংলা টাইগার্স। এতেই চারে থাকা টরোন্টোর বিপক্ষে তাদের ম্যাচ পড়ে এলিমিনেটরে। যদিও গতকাল বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি।


হিসেব অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাওয়ার কথা ছিল সাকিবদের। কেননা পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল তারা। তবে ম্যাচ অফিশিয়ালসদের কাছ থেকে আসে ভিন্ন সিদ্ধান্ত। আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের ফলাফল আনতে হলে অন্তত ম্যাচ হতে হবে প্রতি ইনিংস ৫ ওভারের।


যদিও আম্পায়াররা তখন প্রস্তাব রাখেন সুপার ওভারের। আর তাই ক্ষুব্ধ হয়ে সুপার ওভারে না খেলার সিদ্ধান্ত জানায় সাকিবের দল। ততক্ষণে ইএসপিএন ক্রিকইনফো-ক্রিকবাজের মতো ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটগুলোর খবর, দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেছে বাংলা টাইগার্স।



এদিকে উল্টো কাজ করে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার অফিসিয়াল ফেসবুক পেইজ। তারা জানায়, বাংলা টাইগার্স নয়, কোয়ালিফায়ারে উঠেছে টরোন্টো। শেষপর্যন্ত বৈঠকে বসে ম্যাচটি পুনরায় আয়োজন করার সিদ্ধান্ত নেয় তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball