promotional_ad

‘হাইব্রিড মডেল’ নিয়ে পিসিবির দুয়ারে আইসিসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অক্ষরকে এখনো ডিনার করাননি রোহিত

১৯ ঘন্টা আগে
রোহিত শর্মার (বামে) সঙ্গে উইকেটের আনন্দ ভাগাভাগি করছেন অক্ষর প্যাটেল (ডানে), ফাইল ফটো

২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কূটনৈতিক কারণে সেই আসরে অংশ নিতে ভারতীয় দলকে পাকিস্তান যেতে দিতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার জানা গেল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'হাইব্রিড মডেল' অনুসরণ করতে আইসিসিকে চাপ দিচ্ছে বিসিসিআই।


৫০ ওভার ক্রিকেটের এই প্রতিযোগিতার একক আয়োজক স্বত্ব প্রদান করে গত ডিসেম্বরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তি করেছে আইসিসি। সংবাদসংস্থা এএনআইকে বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা বলেছেন, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না।


সেক্ষেত্রে আইসিসিকে দুবাই অথবা শ্রীলঙ্কাতে ভারতের ম্যাচগুলো পরিচালনার জন্য ইঙ্গিত দিচ্ছে বিসিসিআই। যার অর্থ, সরাসরি কিছু না জানালেও বিসিসিআইয়ের চাওয়া শেষবারের এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হোক হাইব্রিড মডেলে। ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। সেই সময় পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল গোটা টুর্নামেন্ট।



promotional_ad

ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল। ভেতরে ভেতরে এবারও তেমনটা চাইছে ভারত। সেক্ষেত্রে ভারত পাকিস্তান গিয়ে খেলবে না। তারা তৃতীয় ভেন্যুতে খেলার পক্ষে। ভারতের সঙ্গে যেই দলের ম্যাচ রয়েছে তারাও সেই দেশে যাবে খেলতে।


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান

১৩ ঘন্টা আগে
বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান, ফাইল ফটো

এমন পরিস্থিতিতে এসিসির মতো হাইব্রিড মডেলের কথা ভাবা শুরু করে দিয়েছে আইসিসিও। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন একটি সূত্রের বরাতে জানিয়েছে, বিসিসিআইয়ের পাকিস্তান না যাওয়া নিয়ে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে আইসিসি।


আগামী ১৯ থেকে ২২ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে আরেকটি দেশে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা নিয়ে আলোচনার সম্ভাবনা আছে বলে জানিয়েছে সেই সূত্র।


সূত্র বলছে, বার্ষিক সভায় বিসিসিআইয়ের চাওয়া নিয়েই পিসিবির মুখোমুখি হবে আইসিসি। এর সূত্র ধরে আলোচনা করা হবে হাইব্রিড মডেল অনুসরণ করা যায় কি না। পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম তোলার প্রবল সম্ভাবনা রয়েছে।



এবারের বার্ষিক বৈঠকে চ্যাম্পিয়নস ট্রফির যৌথ আয়োজনের বাজেট নিয়েও আলোচনা হবে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসরণ করা হলে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পাকিস্তানের বাইরে।


এদিকে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিও নিউজের খবর, ‘হাইব্রিড মডেল’, ‘নিরপেক্ষ ভেন্যু’ বা ‘প্ল্যান বি’তে যেতে রাজি নয় পিসিবি। আইসিসির সভায় এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বক্তব্য তুলে ধরবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।


বর্তমান সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক দলটিকে রাখা হয়েছে ভারতের গ্রুপে। গ্রুপ 'এ'-তে তাদের সঙ্গী বাংলাদেশ ও নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball