promotional_ad

পাকিস্তান অনেক পিছিয়ে পড়েছে: ইমাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে সুপার ওভারে হার দিয়ে শুরু। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছে তারা। শেষ ম্যাচে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে রবিবার।


এই ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তিনি বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে ফিরেছেন। ফিরেই দলের এই দুঃসময়ের সঙ্গী হয়েছেন। ইমাদ মনে করেন এর চেয়ে বাজে সময় আর যায়নি তাদের।



promotional_ad

তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটিই তলানি। এর চেয়ে নিচে নামা যায় না। এটিই বাস্তবতা। দেখুন আমার মতে, আমি ব্যক্তিগত মতটা বলছি। এটিকে শিরোনাম করবেন না। এটা মানসিকতার ব্যাপার। আপনি কোন মানসিকতা নিয়ে খেলতে চান? হয় আপনি আগুনের জবাব আগুন দিয়ে দেবেন অথবা নিজস্ব উপায়ে খেলবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আগুনের জবাব আগুনই হওয়া উচিত। আর যদি হারেনও আপনি নিজেকে বলতে পারবেন—ওই দিনে আমরা যথেষ্ট ভালো করিনি।’


বিশ্বকাপে টানা হারে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ইমাদ মনে করেন ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে নিজের আসল খেলাটা খেলতে হবে তাদের।


তিনি বলেছেন, ‘সমস্যা হচ্ছে, আমাদের দল ও খেলোয়াড়েরা এতটাই ভালো যে আমরা যেকোনো ধরনের ক্রিকেট খেলতে পারি। (কিন্তু) আমরা এটি চেষ্টা করে দেখিনি। কিন্তু চেষ্টা করতে হবে। ব্যর্থতার ভয়কে দূরে সরাতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবখানেই ব্যর্থতার ভয়কে সরাতে হবে। আগেও যেমন বলেছি, ব্যক্তি বদলালে কিছুই বদলাবে না। মানসিকতা বদলালে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন। একই বলে ছয় হতে পারে, চার বা সিঙ্গেল হতে পারে এবং ওই বল একটা উইকেটও নিতে পারে বা ডট হতে পারে।’



টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের রানার্সআপ ছিল পাকিস্তান। এবার উঁচু প্রত্যাশা নিয়েই তারা মাঠে নেমেছিল। ইমাদের ধারণা পাকিস্তান এক সময় টি-টোয়েন্টিতে শাসন করত। সেই সময় থেকে বর্তমান দলটি অনেকাংশেই পিছিয়ে গেছে। ঘুরে দাঁড়াতে মানসিকতা পরিবর্তনের বিকল্প দেখছেন না তিনি।


এই অলরাউন্ডারের ভাষ্য, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি। তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করতাম। আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি। হয়তো তিন বিভাগেই আমাদের মানসিকতা (বদলাতে হবে)। কোন বিভাগে, সেটি বলব না। তিন বিভাগেই আমাদের এগোতে হবে। আপনি যদি খেলোয়াড়দের মানসিকতা বদলান, তাহলে নিজের সামর্থ্যের সীমার চেয়ে বেশি কিছু অর্জন করবেন। আমি সব সময়ই এটি বিশ্বাস করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball