promotional_ad

মেজর লিগে খেলবেন স্টইনিসও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


একদিন আগেই মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে যুক্ত হয়েছেন প্যাট কামিন্স। এবার যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে নিজের নাম লেখালেন আরেক অস্ট্রেলিয়ান মার্কাস স্টইনিস। চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসের হয়ে খেলবেন তারকা এই অলরাউন্ডার।


কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন স্টইনিস। এ ছাড়া বিশ্ব জুড়ে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও মাতিয়ে রাখছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। কদিন আগে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে খেলেছেন তিনি। যেখানে মিডল-অর্ডার ও টপ-অর্ডারে ১২ ইনিংসে ব্যাটিং করে চারশর কাছাকাছি রান করেছেন।



promotional_ad

চেন্নাই বিপক্ষে সেঞ্চুরি করে একাই ম্যাচও জিতিয়েছেন স্টইনিস। এবার তাদের আরেকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন তারকা এই অলরাউন্ডার। ৫ জুলাই শুরু হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটে টেক্সাসের হয়ে স্টইনিসের সঙ্গে খেলবেন অ্যারন হার্ডি, ড্যারিল মিচেল, নাভিন উল হক এবং সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম।


এদিকে স্টইনিস ছাড়াও অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার মেজর লিগ ক্রিকেটে খেলবেন। যেখানে কামিন্সের সঙ্গে রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, টিম ডেভিড এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো ক্রিকেটাররা।


এ ছাড়া বিশ্বের নামিদামি আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এমএলসির এবারের আসর মাতাবেন। যেখানে সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, নিকোলাস পুরান, কুইন্টন ডি কক, ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, হারিস রউফ, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ফাফ ডু প্লেসি, জেসন রয়রা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball