promotional_ad

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হচ্ছে না ইমাদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দলটির অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বেশ কিছুদিন ধরেই সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। এ চোটই তাকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে তাকে ছিটকে দিয়েছে।


এই বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান দলের মেডিক্যাল বিভাগ তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। ইমাদের চোট নিয়ে বাবর বলেছেন, 'ইমাদ সাইড স্ট্রেইনে ভুগছেন, তাই সে প্রথম ম্যাচে খেলতে পারবে না।'



promotional_ad

জানা গেছে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে অনুশীলনে পাঁজরে ব্যথা অনুভব করেন ইমাদ। যার কারণে সেই ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর পরীক্ষা নিরীক্ষা করানোর পর জানা যায় সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন তিনি।


প্রথম ম্যাচে পাওয়া না গেলেও বিশ্বকাপের বাকি অংশে ইমাদকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাবর। সেই প্রত্যাশা নিজেই পাকিস্তান অধিনায়ক বলেছেন, 'যদিও সে প্রথম ম্যাচ খেলতে পারছে না। আমরা আশা করছি সে পরের ম্যাচগুলো খেলতে পারবে।'


ইমাদ পাকিস্তান দলের অন্যতম বড় ভরসা। ব্যাটে-বলে সর্বশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। যদিও ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেননি ইমাদ। ৪ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।



ব্যাট হাতে মোটে করেছেন ২৭ রান। আগামী ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। কানাডাকে উড়িয়ে এবারের বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের স্বাগতিকরা ছেড়ে কথা বলবে না পাকিস্তানকেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball