promotional_ad

পাবলিক পার্কে ভারতের অনুশীলন, অদ্ভুত লাগছে দ্রাবিড়ের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে নিউ ইয়র্কের হিকসভিল অঞ্চলের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছিল ভারত। অনুশীলনের দিন ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ খবর প্রকাশ করেছিল ভারতের অনুশীলন সুবিধার অসন্তুষ্টি নিয়ে। জসপ্রিত বুমরাহ, রোহিত শর্মাদের জন্য পর্যাপ্ত খাবারও ছিল না বলে দাবি করেছিল তারা। গ্রুপ পর্বে নিউ ইয়র্কের বাইরে অবশ্য খেলা নেই ভারতের।


যে কারণে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকে সেখানেই রয়েছেন ভারতের ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে পারছে না তারা। যার ফলে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে ভারতের। যা অদ্ভুত লাগছে রাহুল দ্রাবিড়ের।



promotional_ad

এ প্রসঙ্গে ভারতের প্রধান কোচ বলেন, ‘নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।’


শুধু ভারতের অনুশীলন সুবিধা নিয়েই নয় আরও বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যেখানে বড় দাগে প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং স্পিনার মাহিশ থিকশানা। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলার আগে ফ্লোরিডায় প্রস্তুতি ম্যাচ খেলে লঙ্কানরা।


সেই ম্যাচের পর রাত ৮ টার ফ্লাইটে করে নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে আসার কথা ছিল তাদের। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ৭ ঘণ্টা পর অর্থাৎ ভোর ৫ টার ফ্লাইটে নিউ ইয়র্কে আসে। ভ্রমণ ক্লান্তি থাকায় সেদিন অনুশীলন করতে পারেননি হাসারাঙ্গারা। হোটেল নিয়েও অভিযোগ করেছে তারা।



নিউ ইয়র্কে খেলা হলেও শ্রীলঙ্কার জন্য হোটেল ব্যবস্থা করা হয়েছিল মায়ামি। যা স্টেডিয়াম থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দূরে। এদিকে গ্রুপ পর্বের চারটি খেলা খেলতে হবে আলাদা চারটি ভেন্যুতে। নিউ ইয়র্কের পর লঙ্কানদের ম্যাচ ডালাস, ফ্লোরিডা এবং গায়ানায়। এ ছাড়া বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজের লাগেজ হারিয়েছেন প্যাট কামিন্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball