মাসসেরার লড়াইয়ে জায়সাওয়ালের সঙ্গী নিশাঙ্কা-উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জায়সাওয়ালের আউট নিয়ে সৈকতের পক্ষে শাস্ত্রী, বিপক্ষে গাভাস্কার
৩১ ডিসেম্বর ২৪
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন ইয়াশভি জায়সাওয়াল। তরুণ এই ভারতীয় ওপেনার ছাড়াও ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করেন জায়সাওয়াল। প্রথমবার মনোনয়ন পাওয়া এই ওপেনার বিশাখাপত্তমে টেস্টের প্রথম ইনিংসে করেন ২০৯ রান। তারপর রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ২১৪ রানের অপরাজিত ইনিংস।

২২ বছর বয়সী এই বাঁহাতির দুটি ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমে এগিয়ে যায় ভারত। পরে অবশ্য সিরিজও নিশ্চিত করে তারা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন নিশাঙ্কা।
উইলিয়ামসনের ফর্ম দেখে সাউদির উচ্ছ্বাস
১৬ ফেব্রুয়ারি ২৫
পাল্লেকেলেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে এটাই লঙ্কান কোনও ব্যাটারের প্রথম ডাবল সেঞ্চুরি। নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে ভেঙে যায় সনাৎ জয়াসুরিয়ার ১৮৯ রানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি।
এদিকে জায়সাওয়াল এবং নিশাঙ্কার সঙ্গে মনোনয়ন পাওয়া নিউজিল্যান্ডের উইলিয়ামসন সাউথ আফ্রিকার বিপক্ষে একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন। মাউন্ট মঙ্গানুই টেস্টের দুই ইনিংসে ১১৮ ও ১০৯ রান করেন তিনি।
পরের টেস্টেও সেঞ্চুরি করেন উইলিয়ামসন। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন তিনি। এর মাঝে দ্বিতীয় টেস্টের সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ডের ২৬৬ রান টপকে ম্যাচের সঙ্গে সিরিজও জয় করে কিউইরা।
এদিকে নারী ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরার মনোনয়ন পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার এশা ওঝা ও কাবিশা ইগোদাগে এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।