তবুও একাদশে নিজের জায়গা নিয়ে নিশ্চিত নন অঙ্কন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন
১১ ঘন্টা আগে
ইমরুল কায়েসের চোটে কপাল খুলে মাহিদুল ইসলাম অঙ্কনের। সুযোগ পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৬৩ রানের দারুণ এক ইনিংস। এমন ইনিংস খেলার পরও পরের ম্যাচের একাদশে নিজের জায়গা নিয়ে নিশ্চিত নন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতাতে না পারা তরুণ এই উইকেটকিপার ব্যাটার।
এবারের বিপিএলে কুমিল্লার প্রথম ম্যাচেই একাদশে ছিলেন অঙ্কন। দুর্দান্ত ঢাকার বিপক্ষে শেষদিকে নেমে অবশ্য রানের খাতা খুলতে পারেননি তিনি। ঢাকার বিপক্ষে হারের পর একাদশ থেকে বাদ পড়েন তরুণ এই ব্যাটার। মাঝে বেশ কয়েকটি ম্যাচ চলে গেলেও একাদশে সুযোগ মেলেনি তার।

অবশেষে রংপুরের বিপক্ষে ম্যাচে একাদশে ফেরেন অঙ্কন। লিটন দাস আউট হওয়ার পরই ব্যাটিংয়ে আসেন তিনি। যেখানে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি। যেখানে বেশিরভাগ অবদানই ছিল অঙ্কনের। শেষ পর্যন্ত ৫৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি। দ্রুত রান তুলতে না পারায় অবশ্য শেষদিকে চাপে পড়ে কুমিল্লা।
ইমরুলের সেঞ্চুরি মিসের দিনে অঘটনের শিকার আবাহনী
৩ মার্চ ২৫
অঙ্কন মনে করেন, আরও কিছু ডট দিলে কিংবা বলের তুলনায় বেশি রান তুলতে পারলে ম্যাচটা কুমিল্লা সহজে জিততে পারতো। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি আরও কিছু ভালো শট খেলতে পারতাম। আর কিছু ডট কম হলে মনে হয় ভালো হতো। আমার ইনিংসে আরও ১০ রান বেশি হলে হয়তো ম্যাচটা সহজে জিততে পারতাম।’
রংপুরের বিপক্ষে খেলা ইনিংসকে নিজের সেরা মানতে নারাজ অঙ্কন। বরং নিজের ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি। অঙ্কন বলেন, ‘আমি বলবো যে এটা আমার সেরা শট (ইনিংস) না। চেষ্টা করবো পরবর্তীতে যাতে আমি ম্যাচটা জিতে আসতে পারি। আমি চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু জায়গায় এখনও উন্নতির সুযোগ আছে।’
প্রথম ম্যাচ থেকেই কুমিল্লার একাদশে আছেন ইমরুল। ব্যাট হাতে দারুণ ছন্দেও আছেন কুমিল্লার সাবেক অধিনায়ক। তিন ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি এবং একটিতে ৩০ বেশি রান করেছেন। তবে চোটের কারণে রংপুরের বিপক্ষে খেলা হয়নি তার। ইমরুলের জায়গাতেই মূলত সুযোগ পেয়েছিলেন অঙ্কন। চোট থেকে সেরে উঠলে পরের ম্যাচেই একাদশে দেখা যেতে পারে ইমরুলকে।
এর ফলে ৬৩ রান করার পরও পরের ম্যাচে একাদশে নিজের জায়গা নিয়ে নিশ্চিত নন অঙ্কন। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচে আমি সুযোগ পাবো কিনা সেটা আমি বলতে পারবো না। আমাদের পরিকল্পনা ছিল সেরা তিনের একজন যেন ১৫ ওভার পর্যন্ত থাকে। সেই চেষ্টাই করেছি।’