‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো
লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ মুহূর্তে মাঠে সৃষ্টি হয় উদ্বেগজনক পরিস্থিতি। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। শেষ বিকেলে ইংল্যান্ডকে খেলতে হয়েছিল ৮-১০ মিনিটের মতো। আর সেখানেই ঘটে নাটকীয় ঘটনা, যা স্রেফ 'খেলার অংশ' বলে মনে করেন রাহুল।

promotional_ad

ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও অলআউট হয় ৩৮৭ রানে। এরপর উইকেটে আসেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। জসপ্রিত বুমরাহর প্রথম ওভারে তৃতীয় বলটি করার ঠিক আগে হঠাৎ করে সরে দাঁড়ান ক্রলি। তার দাবি, বোলারের পেছনে কিছু নড়াচড়া হচ্ছিল।


আরো পড়ুন

গিলের ভুলে ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতের

১০ জুলাই ২৫
ইনিংস ঘোষণার সময় শুভমান গিল, ফাইল ফটো

কিন্তু বুমরাহ এবং অধিনায়ক শুভমান গিল তাতে সন্তুষ্ট হননি। স্লিপ কর্ডন থেকে গিল রীতিমতো চিৎকার করে অসন্তোষ প্রকাশ করেন ক্রলির উদ্দেশে। পঞ্চম বলে ক্রলির গ্লাভসে বল লাগলে তিনি দ্রুত গ্লাভস খুলে ফিজিও ডাকেন। তাতেই শুরু হয় উদ্বেগজনক পরিস্থিতি।


promotional_ad

ভারতীয় খেলোয়াড়রা দুই ওপেনারের চারপাশ ঘিরে ফেলেন। অধিনায়ক গিল ও ক্রলি মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।


আরো পড়ুন

রাহুলের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে থামল ভারত

৯ ঘন্টা আগে
লোকেশ রাহুল, ফাইল ফটো

গিলের সঙ্গে যোগ দেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজও। মূলত শেষ বিকেলে উইকেটের সুবিধা নিয়ে ইংল্যান্ডের একটি উইকেট নিতে চেয়েছিল ভারত। অপরদিকে ইংল্যান্ডের ওপেনারদের লক্ষ্য ছিল সময় নষ্ট করে বিনা উইকেটে ড্রেসিংরুমে ফেরা।


রাহুল বলেন, 'শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ। আমি একজন ওপেনার হিসেবে জানি, শেষ পাঁচ মিনিটে ঠিক কী ঘটে, সেটা খুব ভালোভাবে বুঝি। যারা ওপেনিং করেছে, তারাই জানে সেই সময়টা কতটা দুশ্চিন্তার হয়। আমি আগেও ওকে (গিল) উত্তেজিত হতে দেখেছি। আমরা শেষ ৬ মিনিটে ২ ওভার করতেই চেয়েছিলাম। এটা তো সোজা হিসেব, যে কোনো দলই এমন পরিস্থিতিতে ২ ওভার করবেই।'


'শেষের ওই মুহূর্তটায় একটু নাটকীয়তা থাকেই। সারাদিন ফিল্ডিং করার পর, যদি কোনো ব্যাটারকে ২ ওভার ব্যাট করতে হয়, সেটা খুবই কঠিন। আমরা আশা করছিলাম, ওখানে একটা উইকেট তুলে নিতে পারব। দিনের শেষে যদি একটা উইকেট পেতাম, তাহলে সেটাই হতো আমাদের জন্য আদর্শ। তবে উইকেট না পেলেও আমরা মোটিভেটেড থাকতামই। এখন দুই দলেরই স্কোর শূন্য, নতুন করে শুরু করার মতো অবস্থা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball