আলিসকে দিয়ে নারিনের অভাব পূরণ করছে কুমিল্লা

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ফাইনালে আলিসকে না পাওয়ার আক্ষেপ মিঠুন, খালেদের
৭ ফেব্রুয়ারি ২৫
ক্রিকেটে খুব বেশি ‘মিস্ট্রি’ স্পিনার নেই। যারা আছেন তাদের মাঝে অন্যতম সেরা সুনীল নারিন। বিপিএলের বেশিরভাগ আসরেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। বর্তমান সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলায় এখনই নারিনকে পাচ্ছে না কুমিল্লা।
সেটা অবশ্য আগে থেকেই জানা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে বোলিং অ্যাকশনের কারণে মাঝে কয়েক বছর ক্রিকেটে না থাকলেও ‘মিস্ট্রি’ স্পিনার তকমা পাওয়া আলিস আল ইসলামকে ড্রাফট থেকে দলে নেয় তারা। ম্যাচ খেলার সুযোগ পেয়ে সিলেট স্ট্রাইকার্সকে একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে মোহাম্মদ সালাহউদ্দিন জানালেন, নারিনের অভাব পূরণেই দলে নেয়া হয়েছিল আলিসকে।

এ প্রসঙ্গে কুমিল্লার প্রধান কোচ বলেন, ‘আমাদের দলটা যেভাবে সাজানো ছিল, তিন-চারজন ক্রিকেটার আসেনি। তো কম্বিনেশন নষ্ট হয়ে গেছে। আমি আসলে ড্রাফটেও একটা প্লেয়ারকে ডাকি নাই, আমি আলিসকে নেয়ার জন্য। এটা নির্ভর করছিল সুনীল (নারিন) কখন আসে।’
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
‘সুনীলের উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। যেহেতু ও আসে নাই, তখন আমাদের যে বোলিং আক্রমণ আছে আমার মনে হয়েছে যে একজন মিস্ট্রি বোলার দরকার। যে আসলে মধ্যে খেলাটা নিয়ন্ত্রণ করবে বা আগে আগে উইকেট নিয়ে নেবে। তো সুনীল আসলে আমরা আরও শক্তিশালী হবো।’
বাংলাদেশে খুব বেশি ‘মিস্ট্রি’ স্পিনার নেই। থাকলেও কেউই সেভাবে নিজেদের চেনাতে পারেননি। ‘মিস্ট্রি’ স্পিনারদের সবচেয়ে বড় সমস্যা ক্যারিয়ার বড় হয় না। বেশিরভাগ সময়ই তাদের বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়। আলিস নিজেও বোলিং অ্যাকশনের সমস্যায় পড়েছিলেন। যে কারণে বিপিএলের চমক দেখালেও মাঝে চার বছর তাকে ক্রিকেটে পাওয়া যায়নি।
এবারের বিপিএলে সুযোগ পেয়ে সেটা দুই হাতে লুফে নিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ খেললেও উইকেটের দেখা পাননি তিনি। তবে সিলেটের বিপক্ষে দুর্দান্ত ছিলেন আলিস। মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেয়া এই স্পিনার হয়েছেন ম্যাচসেরাও। যেখানে ফিরিছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, বেন কাটিং, মাশরাফি বিন মুর্তজার মতো ব্যাটারদের।
সালাহউদ্দিন বিশ্বাস করেন, বৈচিত্র ধরে রাখতে পারলে আলিস বাংলাদেশের সম্পদ হতে পারেন। কুমিল্লার প্রধান কোচ বলেন, ‘আমাদের দেশে মিস্ট্রি বোলার অনেক কম। ছেলেটা অনেক আগে শুরু করেছিল। অনেক ভাল করেছিল। এর মধ্যে চাকিং (অবৈধ বোলিং অ্যাকশন) এর কারণে বাদ পড়ল। চার বছর ক্রিকেট থেকে অনেক দূরে ছিল।’
‘আমার একটা সুবিধা ছিল। ও আমার কাছে অনুশীলন করে বলে কাছ থেকে দেখতে পেরেছি। আমার বিশ্বাস ছিল ওর ওপর। ওর বলে অনেক বৈচিত্র আছে। এমন বোলার আমাদের দরকার, দেশের দরকার। যেহেতু আমরা মিস্ট্রি বোলার পাচ্ছি না, এমন বোলার পেলে লাভ হবে। তার অনেক বৈচিত্র। সে এটা ধরে রাখতে পারলে দেশের অনেক বড় সম্পদ হতে পারে।’