promotional_ad

ধোনি কি সারাজীবন খেলবে, তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত: কপিল দেব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

৭ ঘন্টা আগে
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

আরেকটি আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২৮ মে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে'তে গড়িয়েছে। ২৯ মে ফাইনালে গুজরাট টাইটান্সের মাঠে নামছে চেন্নাই। এরই মধ্যে গুঞ্জন চলছে আইপিএল ফাইনাল দিয়েই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন ধোনি।


আইপিএলের প্রতি আসরে এ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে থাকে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন গত ১৫ বছর পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ধোনি। তার অধীনে আইপিএলের ৪টি শিরোপাও জিতেছে চেন্নাই।


promotional_ad

ধোনি তো আর সারাজীবন খেলবেন না। তিনি যতটুকু অবদান রাখতে পেরেছেন তাতেই তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কপিল বলেন, ‘ধোনি ১৫ বছর ধরে আইপিএল খেলছে। কেন আমরা শুধু ধোনির কথা বলছি? সে তার কাজ করেছে। আমরা তার কাছে আর কি চাই। আমরা কি চাই সে সারাজীবন খেলুক, এটা হবে না। পরিবর্তে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে তিনি ১৫ বছর ধরে খেলেছে।’


আরো পড়ুন

১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

১৫ এপ্রিল ২৫
১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতের সাফল্য কম নয়। ২০০৭ সালে ধোনির অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা করে তোলে ভারত।


আইপিএলের ইতিহাসেও ধোনির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০ টিরও বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।  ২৪৯টি আইপিএল ম্যাচে ৩৯ গড়ে ধোনির নামের পাশে রয়েছে ৫ হাজার ৮২ রান। ২৪টি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।


এখনও পর্যন্ত আইপিএলে ২৩৯টি ছক্কা মেরেছেন ধোনি। এবারের আইপিএলেও ১৮৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ধোনি মেরেছেন ১০টি ছক্কাও। লেট অর্ডারে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ না পেলেও চৌকশ নেতৃত্বে চেন্নাইকে ফাইনালে তুলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball