promotional_ad

ওয়ানডে বিশ্বকাপে অনিশ্চিত উইলিয়ামসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ফিরলেন মিলনে-হেনরি, নেই উইলিয়ামসন

২৭ জুন ২৫
ফাইল ছবি

হাঁটুর চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। এবার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে তার। জানা গেছে, তিন সপ্তাহের মধ্যেই পায়ে অস্ত্রোপচার করাবেন নিউজিল্যান্ডের অধিনায়ক। সুস্থ হতে অন্তত ছয় মাস সময় লাগবে তার। আর এমনটা হলে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলা অনিশ্চিত উইলিয়ামসনের।


ইতোমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেড কোচ গ্যারি স্টেডের সঙ্গে যোগাযোগ করেছেন উইলিয়ামসন। দলের সঙ্গে পরামর্শ করেই অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।


উইলিয়ামসন বলেন, 'স্বাভাবিকভাবেই এমনভাবে ইনজুরিতে পড়া হতাশার। এখন অস্ত্রোপচার করানো এবং রিহ্যাব শুরুই আমার মূল লক্ষ্য। এতে কিছুটা সময় লাগবে। তবে সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য আমি সবকিছুই করব।'


promotional_ad

'গত কয়েকদিন ধরে অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি গুজরাট টাইটান্স এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাই। গ্যারিকে (কিউই কোচ স্টেড) এবং দলকে (নিউজিল্যান্ড) সাহায্য করার জন্য আগামী কয়েক মাসে যা করা দরকার আমি করব।'


আরো পড়ুন

বিশ্রামে মার্করাম-রাবাদা, টি-টোয়েন্টি অধিনায়ক ডাসেন

২৬ জুন ২৫
ফাইল ছবি

আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। চেন্নাইয়ের ব্যাটিং ইনিংসের ১৩তম ওভারের সময় সীমানার কাছে দাঁড়িয়ে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন তিনি।


সেসময় জশুয়া লিটলের কোমর বরাবর শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মেরেছিলেন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। সীমানায় দাঁড়িয়ে বেশ খানিকটা লাফিয়ে উঠে ছক্কা বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন।


প্রথম দফায় ক্যাচ লুফে নিলেও পরে সেটা ছেড়ে দিয়ে সীমানার ওপারে গিয়ে পড়েন তিনি। যার ফলে চার হলেও দুটি রান সেভ হয় গুজরাটের। বল ছেড়ে দেয়ার পর খানিকটা বাজেভাবে পড়েছিলেন কিউই এই ক্রিকেটার। পুরো শরীরের ভর হাঁটুর ওপর পড়ায় ততক্ষণাৎ ব্যথা পান উইলিয়ামসন।


আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেয়া এই ব্যাটারকে খানিকটা সেবা শুশ্রুষা করা হলেও চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে। পরে হাসপাতালে নেয়ার পর জানা যায়, ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গেছে তার।


যার কারণে আইপিএলের এই আসর থেকেই ছিটকে গেছেন তিনি। উইলিয়ামসনের পরিবর্তে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে গুজরাট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball