promotional_ad

মাহমুদউল্লাহ-রনির ব্যাটে রান, তবুও হোঁচট খেল মোহামেডান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাইফউদ্দিন-ইবাদতের নৈপুণ্যের পর রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়

২০ এপ্রিল ২৫
মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে এদিন সিলেট থাকার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু স্কোয়াডে না থাকায় মাহমুদউল্লাহকে দেখা গেল ফতুল্লাহতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ডিপিএল খেলতে। অন্যদের পরখ করে দেখতেই মূলত আইরিশদের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। জাতীয় দল থেকে বিশ্রাম পেলেও আপাতত ডিপিএল খেলায় ব্যস্ত তিনি।


মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে দেখা মিলেছে রানেরও। একশর বেশি স্ট্রাইক রেটে খেলেছেন ৫৮ রানের ইনিংস। অভিজ্ঞ এই ব্যাটারের সঙ্গে মোহামেডানের হয়ে এদিন ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রনি তালুকদার। তাদের দুজনের হাফ সেঞ্চুরির পরও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩৫০ রান তাড়ায় হোঁচট খেয়েছে মোহামেডান। নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছে ১২৮ রানে।


ফতুল্লাহর খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ৩৫০ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে কাজী অনিকের শর্ট লেংথ ডেলিভারিতে কাউ কর্নার দিয়ে চার মেরে রানের খাতা খোলেন রনি। ওই ওভারে কাজী অনিকে আরও দুই চার মেরেছেন ডানহাতি এই ওপেনার। পরের ওভারে এনামুলের বিপক্ষে সৌম্য সরকারের দুই চার। তাতে দুই ওভার শেষে বিনা উইকেটে মোহামেডানের রান ২০।


promotional_ad

তাদের দুজনের ব্যাটে স্বপ্ন দেখতে শুরু করে মোহামেডান। সৌম্যকে বোল্ড করে ৪৭ রানের জুটি ভাঙেন এনামুল। বাঁহাতি এই ওপেনার সাজঘরে ফেরেন ১৬ রানে। এরপর ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন রনি। তাদের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছিল মোহামেডান। ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রনি। তাকে বেশ ভালোভাবে সঙ্গ দিচ্ছিলেন ইমরুলও।


আরো পড়ুন

মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ

১ জুলাই ২৫
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ

১৮তম ওভারে ইমরুলকে ফিরিয়ে জুটি ভাঙেন কাজী অনিক। বাঁহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ২৯ রানে আউট হন মোহামেডানের অধিনায়ক। পরের ওভারে আউট হয়েছেন ভারতীয় ব্যাটার অনুষ্টুপ মজুমদার। সেঞ্চুরির আগে ফিরেছেন রনিও। আকবর আলীকে ক্যাচ দিয়ে ৮০ রানে আউট হন তিনি। তাতে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান।


সেখান থেকে মাহমুদউল্লাহ একপ্রান্ত আগলে রাখলেও মাহিদুল ইসলাম অঙ্কন, শুভাগত হোম, আরিফুল ইসলামরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। হুসনা হাবিবের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৫১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। যদি হাফ সেঞ্চুরির পর টিকতে পারেননি তিনি। ডানহাতি এই ব্যাটার ৫৮ রানে ফিরলে ২২১ রানে অল আউট হয় মোহামেডান।


সংক্ষিপ্ত স্কোর:


গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৩৪৯/৭ (৫০ ওভার) (রবি তেজা ৬৬, মেহেরব ৬২, আকবর ৫৯; খালেদ ৩/৭৫)


মোহামেডান স্পোর্টিং ক্লাব- ২২১/১০ (৩৯.২ ওভার) (রনি ৮০, মাহমুদউল্লাহ ৫৮, ইমরুল ২৯; এনামুল ২/৩১, কাজী অনিক ২/৩৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball