promotional_ad

আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকুক: মুল্ডার

জিম্বাবুয়ে ক্রিকেট
আক্রমণাত্বক ব্যাটিংয়ে একের পর এক কিংবদন্তিকে ছাড়িয়ে যাচ্ছিলেন উইয়ান মুল্ডার। ৩৬৭ রানে অপরাজিত থেকে লাঞ্চে যাওয়া সাউথ আফ্রিকান অধিনায়কের সামনে সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার। এমন বিশ্বরেকর্ড হাতছানি দিলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির রেকর্ড ভাঙার চেষ্টাই করলেন না ডানহাতি এই ব্যাটার। বিস্ময় জাগিয়ে ৩৬৭ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা দিলেন। দিনের খেলা শেষে মুল্ডার জানালেন, তিনি নিজেই লারার রেকর্ডটা ভাঙতে চাননি।

promotional_ad

ওয়েলিংটন মাসাকাদজার লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে স্যার গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন উইয়ান মুল্ডার। কুন্দাই মাতিগিমুর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে আরেকটি সিঙ্গেল নিলেন সাউথ আফ্রিকান অধিনায়ক। ৩৬৭ রানে অপরাজিত থেকে ডানহাতি ব্যাটার যখন লাঞ্চে গেলেন তখন টেস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তাঁর সামনে কেবল জয়াবর্ধনে, হেইডেন এবং লারা।


আরো পড়ুন

লারার বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েও ভাঙলেন না মুল্ডার

১০ ঘন্টা আগে
ক্রিকেট সাউথ আফ্রিকা

আক্রমণাত্বক ব্যাটিংয়ে জয়াবর্ধনে, হেইডেনকে ছাড়ানোর পাশাপাশি লারাকেও পেছনে ফেলার সুযোগ ছিল মুল্ডারের। সাউথ আফ্রিকার প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ৪০০ রানও করতে পারতেন ডানহাতি এই ব্যাটার। অথচ লাঞ্চ থেকে আর ব্যাট হাতে ফিরলেন না তিনি। মুল্ডার যখন ৩৬৭ রানে অপরাজিত তখন ৫ উইকেটে ৬২৬ রান নিয়ে ইনিংস ঘোষণা দেয় সাউথ আফ্রিকা। ফলে লারার রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও মুল্ডার এবং সাউথ আফ্রিকা সেই সুযোগটা নেয়নি।


মুল্ডারের যেখানে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডের মালিক হওয়ার সুযোগ ছিল সেখানে তিনি থেকে গেলেন পাঁচে। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন লারার। তালিকার দুইয়ে আছেন হেইডেন। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ৩৮০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। তিনে ৩৭৫ রান করা লারা। তালিকার চারে আছেন ২০০৬ সালে সাউথ আফ্রিকার সঙ্গে ৩৭৪ রানের ইনিংস খেলা জয়াবর্ধনে। দিনের খেলা শেষে মুল্ডার জানালেন, পরেরবার এমন সুযোগও এলেও রেকর্ডটা লারার নামেই রেখে দেবেন।


promotional_ad



আরো পড়ুন

মুল্ডারের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার দাপট

৬ জুলাই ২৫
২৬৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন উইয়ান মুল্ডার

এ প্রসঙ্গে মুল্ডার বলেন, ‘লারা একজন কিংবদন্তি, সে ইংল্যান্ডের সঙ্গে ৪০০ করেছিল। এই রেকর্ডটা অনেক স্পেশাল। তাঁর মতো একজন কিংবদন্তির রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে আসলে আমার হয়নি। আমি যদি আবারও এমন সুযোগ পাই তবুও আমি এমনটাই করব। আমি শুকসের (শুকরি কনরোড) কথা বলেছি এবং সেও আমার মতো করেই ভেবেছে। আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকুক, লারার নামেই থাকা উচিত।’


২৬৪ রান নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমেই গ্রায়েম স্মিথকে ছাড়িয়ে যান ডানহাতি এই ব্যাটার। ব্লেসিং ‍মুজারাবানিকে এক্সট্রা কভার দিয়ে চার মেরে সাউথ আফ্রিকার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন মুল্ডার। ২০০৩ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। একটু পর ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি পেয়ে যান মুল্ডার। টেস্টে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে তিনশ রানের মাইলফলক স্পর্শ করেছেন।


২০০৮ সালে চেন্নাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দর শেবাগ। ৩১০ বলে সেঞ্চুরি আছে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এদিকে টেস্টে নেতৃত্বের অভিষেকে আগের দিনই সর্বোচ্চ রানের ইনিংস খেলে গ্রাহাম ডাউলিংকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। ১৪৮ বছরের ইতিহাসে নেতৃত্বের অভিষেকে প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সি এই ব্যাটার।


সাউথ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। বর্তমানে টেস্টে সাউথ আফ্রিকান হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডটা মুল্ডারের কাছে। টেস্টের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারও তিনিই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball