promotional_ad

পরিকল্পনা করে খেলি, এজন্যই সফল হই: ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একের পর এক সাফল্য পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ইমরুল কায়েসকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আড়ালেই থেকে যান এই ওপেনার। বিপিএলে অধিনায়ক হিসেবে তৃতীয় শিরোপা জিতে এবার নিজেই জানালেন সাফল্যের রেসিপি।


বিপিএলে নির্দিষ্ট একটি দলের অধিনায়ক হয়ে সবচেয়ে বেশি (৩ বার) শিরোপা জেতার রেকর্ড এখন ইমরুলের। নির্দিষ্ট একটি দলের খেলোয়াড় হিসেবেও সবচেয়ে বেশি (৪ বার) শিরোপা জেতার রেকর্ড তার দখলে।


২০১৫ সালের বিপিএলে দলটির হয়ে প্রথমবার শিরোপা জিতেন ইমরুল। সেবার ছিলেন শুধুই খেলোয়াড়। দলটির অধিনায়ক তখন ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে এরপর আরও সাফল্য ধরা দেয় ইমরুলের সামনে। তবুও উপেক্ষিত হয়েছেন তিনি।


promotional_ad

দলটির হয়ে অধিনায়ক হিসেবে তৃতীয় শিরোপা জয়ের পর ইমরুল বলেন, 'আমি যখন প্রথম অধিনায়কত্ব করি কুমিল্লাতে, স্টিভেন স্মিথ অধিনায়ক ছিল, সে চলে গেল। তার পর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি ‘অ্যাক্টিং ক্যাপ্টেন’…। তবে সবকিছু তো আসলে বাইরে থেকে প্রকাশ করা যায় না। মাঠেই করে দেখাতে হয়।'


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

'আমি স্যারের (কুমিল্লা কোচ সালাউদ্দিন) সঙ্গে যেভাবে আলোচনা করি, আমাদের খেলাটা নিয়ে, কুমিল্লার ভালোর জন্য… এবং সত্যি বলকে, ঘরোয়া ক্রিকেটে যখনই খেলি না কেন, অনেক পরিকল্পনা করে, চিন্তা-ভাবনা করে ক্রিকেট খেলি। এটার জন্য হয়তো সফল হই।'


এবারের আসরে শুরুটা মলিন ছিল না কুমিল্লা ও ইমরুলের। টানা তিনটি ম্যাচ হেরে আসর শুরু করেছিল আসরের অন্যতম ফেভারিট এই দলটি। যদিও শেষপর্যন্ত বেশ দাপটের সঙ্গেই প্লে অফে জায়গা দখল করে তারা।


কুমিল্লার এমন সাফল্য রাতারাতি আসেনি বলেও নিশ্চিত করেছেন ইমরুল। বিপিএল শুরুর অনেক আগে থেকেই দল গোছানো নিয়ে পরিকল্পনা থাকে বলে জানিয়েছেন অন্যতম সেরা এই অধিনায়ক।


ইমরুল আরও বলেন, 'আমি সবসময় বলি, কুমিল্লায় খেললে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমার ভেতর। কুমিল্লা একটি ব্র্যান্ড। অনেক ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো করে বা খারাপ করে, এরপর তারা ছেড়ে দেয়। আশা ছেড়ে দেয়। কিন্তু এরা (কুমিল্লা) এক বছর ধরে যেভাবে পরিকল্পনা করে যে পরবর্তী ভিশন কী হবে, স্যার (কোচ) যেটা বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ি এবং আমাদের লক্ষ্য এরকম থাকে যে আমরা রানার্স আপ হওয়ার জন্য দল গড়ি না।'


'আমরা তিনটি ম্যাচ হারার পরও কিন্তু অনেকে অনেক কিছু বলেছে যে কোয়ালিফাই করতে পারব বা এরকম কিছু। কিন্তু আমাদের ভেতর বিশ্বাসটা ছিল এবং আমরা দলের ভেতর যেভাবে কাজ করে থাকি, এটা অসাধারণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball