জানাত-জাজাইয়ের ব্যাটে আফগানিস্তানের জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই
২৩ ঘন্টা আগে
আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে আফগানিস্তান। করিম জানাত-আফসার জাজাইয়ের ব্যাটে পাওয়া এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪২ রান তোলে আরব আমিরাত। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক চুন্দাঙ্গাপইল রিজওয়ান। ৪১ বলে খেলা এই ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কার মার।

এছাড়া ৩৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। আফগানিস্তানের বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় দুই উইকেট নেন রশিদ খান। ১৬ রান খরচায় এক উইকেট নেন আজমতউল্লাহ ওমরযাই।
আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান
৬ জুলাই ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ রানের মধ্যে তিন উইকেট হারায় আফগানরা। প্রথম ওভারেই ফিরে যান হজরতউল্লাহ জাজাই। ৪ বলে এক রান করে জুনায়েদ সিদ্দিকির বলে ফিরে যান তিনি। দলীয় ২২ রানে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ।
৮ বলে ১০ রান করে তিনিও জুনায়েদ সিদ্দিকির শিকার হন। তারপর আফসারের ব্যাটে ম্যাচে টিকে ছিল আফগানরা। যদিও ১০ বলে ৮ রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান। তারপর ৬৭ রানের জুটি গড়েন আফসার ও জানাত।
৪০ বলে ৪৮ রান করে জাজাই ফিরে গেলেও হাফ সেঞ্চুরির দেখা পান জানাত। ৩৮ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫৩ রান করে দলকে জয়ের কাছাকাছি রেখে ফিরে যান তিনি। নাজিবউল্লাহ জাদরান ১২ বলে ১৬ ও রশিদ ৩ বলে ৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।