promotional_ad

একদিন না একদিন হওয়া দরকার ছিল, ফাইনাল হেরে মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চার শিরোপা জয়ের পর পঞ্চম ফাইনালে শেষ হাসি হাসা হলো না মাশরাফি বিন মর্তুজার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে রানার্স আপ হিসেবেই মাঠ ছাড়তে হয়েছে দেশের অন্যতম সফল এই অধিনায়ককে।


এমন হারের পর বিপিএলের ফাইনালে মাশরাফির না হারার রেকর্ডটি গেছে ভেঙে। এ নিয়ে জানতে চাইলে ফাইনালের পরের সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে। ’


promotional_ad

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে নেয়ার পেছনে মাশরাফির অবদান ছিল অনেক। সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে এসেছিলেন শিরোপার কাছে। কিন্তু ৭ উইকেটে হেরে সিলেটকে শিরোপা জেতানোর স্বপ্ন ভেঙে যায় তাদের।


তবে এবার সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি ছিলেন অধিনায়কের চেয়ে বেশি কিছু। কয়েক ম্যাচে মাঠে থেকে বোলিং করেননি। দল গোছানো, পরিকল্পনার বড় অংশজুড়েই ছিলেন তিনি। ছিলেন মাঠের বাইরেও। সামনেও কি সিলেটের নেতৃত্বেই থাকবেন? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘পরের বছর তো অনেক দূরে। যদি সুস্থ থাকি। ’


সিলেট নিয়ে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি না এমন প্রশ্নে মাশরাফি বলছিলেন, ‘আগের দিনও বলেছিলাম আমাদের এটা বাজেটের দল। নির্দিষ্ট বাজেটের দল, এর বাইরে যাওয়ার আসলে সুযোগ ছিল না আমাদের যে মালিক তাদের। তারপরও সেরাটা উনারা চেষ্টা করেছেন।


'আমাদের বেশির ভাগই দেশি ব্যাটার যারা ছিল টপ অর্ডারে। তারা পারফর্মও করেছে, পুরো অথরেটি নিয়েই খেলতে পেরেছে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে। এটা হয়তো ভবিষ্যতেও তাদের কাজে লাগবে এই ধরনের টুর্নামেন্ট থেকে। ’


‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারা জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে গেছে। ’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball