বিপিএলের টুর্নামেন্ট সেরা শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত ৪৩ রানের ইনিংস দিয়ে এবারের আসর শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আর ফাইনালের বড় মঞ্চে হাফ সেঞ্চুরি আসর শেষ করেছেন। মাঝের সময়টাতেও ধারবাহিক ছিল তার ব্যাট। যার ফল স্বরূপ আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।
সবমিলিয়ে এবারের আসরে ১৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে ৫১৬ রান করেছেন শান্ত। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১১৭ স্ট্রাইকরেটে। সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থেকেই শেষ করেছেন তিনি। যা বিপিএল ইতিহাসে কোনো দেশি ব্যাটারের এক আসরে সর্বোচ্চ সংগ্রহ। আর সবমিলিয়ে বিপিএল ইতিহাসে দ্বিতীয় সেরা।

এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন যৌথভাবে তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। বাঁহাতি অফ স্পিনার তানভীর ১২ ম্যাচ খেলে প্রায় ১৮ গড়ে শিকার করেছেন ১৭ উইকেট। আর ১৪ ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট শিকার করেছেন পেসার হাসান মাহমুদ।
সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন মুশফিকুর রহিম। এই উইকেটকিপার ব্যাটার আসরে সব মিলিয়ে ১৪টি ডিসমিসাল করেছেন।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন জনসন চার্লস। ৫২ বলে তার অপরাজিত ৭৯ রানের ইনিংসে বড় করেই শিরোপা নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।