অশান্ত হওয়ায় আবারও শাস্তি পেলেন শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
৬ জুলাই ২৫
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্তে বাজে প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন নাজমুল হোসেন শান্ত। আর্থিক জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনারকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ নিয়ে দুবার শাস্তি পেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এই ঘটনার পর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে শান্তকে। সঙ্গে তার নামের পাশে যুক্ত করা হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। এই বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই ম্যাচের নবম ওভারে রংপুরের অফ স্পিনার শেখ মেহেদি হাসানের ডেলিভারিতে ক্রিজ ছেড়ে একটু বেরিয়ে খেলতে গেলে বল লাগে শান্তর প্যাডে। আম্পায়ার শুরুতে আউট দেননি। ফলে রিভিউ নেয় নুরুল হাসান সোহানের রংপুর।

রিভিউ পর্যবেক্ষণে দেখা যায় স্টাম্প থেকে তিন মিটার দূরত্বের মধ্যেই বল লেগেছে শান্তর প্যাডে। নিয়ম অনুযায়ী তিনি আউট। যদিও আউট হওয়ার ব্যাপারটি মেনেই নিতে পারছিলেন না শান্ত।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
৩০ বলে ৪০ রান করে বেরিয়ে যাওয়ার পথে আম্পায়ারের সঙ্গে আপত্তিজনক শরীরী ভাষায় কথা বলেন তিনি। মাঠ ছাড়তেও বেশ দেরি করেন তিনি। মাঠ ছাড়ার সময় পরের ব্যাটার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও উত্তেজিত হয়ে কিছু একটা বলেন শান্ত।
খেলা শেষ হলে মাঠের আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি রকিবুল হাসান শান্তকে শাস্তির সিদ্ধান্ত দেন। আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগে তার শাস্তি হয়। শান্ত শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে সিলেটে একটি ম্যাচে আউট হওয়ার পর ড্রেসিং রুমের সামনে গিয়ে হেলমেট ছুঁড়ে মেরেছিলেন শান্ত। তখন তাকে আনুষ্ঠানিকভাবে তিরষ্কার করা হয় ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। তার মোট ডিমেরিট পয়েন্ট এখন তিন।
চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। যদিও এই বিপিএলে আর কোনও আশঙ্কা থাকছে না। কেননা শুধুমাত্র ফাইনাল ম্যাচটিই বাকি শান্তর। এই আসরের ডিমেরিট পয়েন্ট আগামী আসরে বিবেচিত হবে না।