promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের নতুন ওয়ানডে অধিনায়ক হোপ, টি-টোয়েন্টির দলপতি পাওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ দলে ৩ নতুন মুখ, ফিরলেন হোপ-ক্যাম্পবেল

১১ জুন ২৫
ওয়েস্ট ইন্ডিজ দল, ফাইল ফটো

নিকোলাস পুরান নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে বেশ সময় নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে তারা। সাদা বলের দুই সংস্করণের জন্য আলাদা অধিনায়ক বেছে নিয়েছে ক্যারিবিয়ানরা। ওয়ানডেতে দলটির নেতৃত্ব দেবেন শাই হোপ। টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন রভম্যান পাওয়েল।


১৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে বিবৃতি দিয়ে এই দুজনের নেতৃত্বভার পাওয়ার কথা জানায় সিডব্লিউআই। আসন্ন সাউথ আফ্রিকা সফর দিয়েই দল গুছিয়ে নেবেন তারা। এই দুজনের নেতৃত্ব পাওয়ার বিষয়টি একরকম অনুমিতই ছিল।


promotional_ad

কেননা দুজনই সদ্য সাবেক হওয়া অধিনায়ক পুরানের সহকারীর দায়িত্ব পালন করেছেন। ওয়ানডেতে পুরানের সহকারী ছিলেন হোপ। আর টি-টোয়েন্টিতে পুরানের সহকারী ছিলেন পাওয়েল।


আরো পড়ুন

কলকাতায় পাওয়েলের বদলি শিভাম

১৮ মে ২৫
ফাইল ছবি

গত বছর আঞ্চলিক সুপার ফিফটি কাপে বার্বাডোজকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার হোপ। যদিও দলকে শিরোপা জেতাতে পারেননি ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ৪৮.৯৫ গড়ে চার হাজার ৩০৮ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে ১৩টি আর হাফ সেঞ্চুরি ২১টি।


নেতৃত্বের পূর্ব অভিজ্ঞতা আছে পাওয়েলেরও। এই ব্যাটিং অলরাউন্ডারের নেতৃত্বে গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জেতে জ্যামাইকা তালাওয়াশ। গত বছর জ্যামাইকার আঞ্চলিক সুপার ফিফটি কাপের শিরোপা জেতা অধিনায়কও পাওয়েল।


এমনকি ওয়েস্ট ইন্ডিজকেও বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর আগে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।


আগামী ২৮ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকায় প্রথম টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ১৬ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ওয়ানডে ১৮ ও ২১ মার্চ। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৫, ২৬ ও ২৮ মার্চ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়েন পুরান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball