promotional_ad

আমার কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত: মাশরাফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও আসরেই সিলেটের কোনও ফ্র্যাঞ্চাইজি ফাইনালে ওঠেনি। এবার সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল খেলছেন তিনি। যদিও 'ম্যাজিক' বা 'জাদু'র তত্ত্বে বিশ্বাসী নন তিনি। সবকিছুকেই দেখছেন সৃষ্টিকর্তার রহমত হিসেবে।


ফাইনালের ভাগ্য বরাবরই ভালো মাশরাফির। বিপিএলের এর আগে খেলা চারটি ফাইনালেই শিরোপা জিতেছেন তিনি। কখনোই দেখেননি হারের মুখ। এর আগে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে দুবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের হয়ে একটি করে শিরোপা জিতেছিলেন তিনি। সবগুলো শিরোপাই জিতেছেন অধিনায়ক হিসেবে।


দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারাতে তিনে নেমে ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসও খেলেন মাশরাফি। এর আগে এলিমিনেটরে ১৭ বলে ২৬ রান আসে তার ব্যাটে। একজন পেসারের ক্ষেত্রে ব্যাপারগুলো জাদুকরী মনে হলেও এমনটা মানছেন না মাশরাফি।


promotional_ad

তিনি বলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচে নেমে পড়ার ব্যাখ্যা হিসেবে মাশরাফি বলেন, ‘প্রথমত, ওদের (রংপুরের) অফ স্পিনার ছিল, বাঁহাতি স্পিনার ছিল একজন। ওটা কাজে লাগানো যায় কি না, এই চিন্তা ছিল। আরেকটা ব্যাপার হলো, দ্রুত উইকেট পড়ে গেলে, একজন ব্যাটসম্যান গিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে আমাদের কেউ একজন যদি নিচে থেকে ওপরে উঠে ঝুঁকি নেয়, তাহলে ভালো। আমাদের উইকেট পড়ে গেলেও দল চাপে পড়ে না। ব্যাটসম্যান ঝুঁকি নিতে গিয়ে উইকেট পড়ে গেলে দল চাপে পড়ে। আগের ম্যাচেও এরকমই ভাবনা ছিল।’


একইসঙ্গে রংপুরের বিপক্ষে ম্যাচ জেতানোর কৃতিত্ব তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দিয়েছেন মাশরাফি। চাপের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব।


মাশরাফি বলেন, ‘আমরা জানতাম যে উডের (লুক উড) একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’


এবারের আসরের শুরু থেকেই দল হিসেবে দুর্দান্ত খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে যখন মাশরাফির দল খেলতে যায় তখনও তাদের বাঁধভাঙা সমর্থন করেছে সিলেটবাসি।


সমর্থকদের ধন্যবাদ দিয়ে মাশরাফি বলেন, ‘প্রতিবারই সিলেটের দর্শকেরা ভালো কিছু প্রত্যাশা করেন। এবার শুরুর দিকে যখন একটা-দুইটা ম্যাচ জিতেছি, তখন থেকেই সিলেটের সাপোর্ট পেয়েছি। এমন ব্লাইন্ডলি সাপোর্ট আমি বিপিএলে আর দেখিনি। আমি বিপিএলে অন্য দলের হয়েও খেলেছি। কিন্তু এমন দেখিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball