promotional_ad

ফিরতে ফিরতে ফেরা হলো না জেমিসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

২২ মার্চ ২৫
ম্যাট হেনরি ও কাইল জেমিসন

ঘরের মাঠের ইংল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছিলেন কাইল জেমিসন। কিন্তু মাঠে ফিরতে ফিরতে আর ফেরা হলো না তার। আবারও পিঠের পুরোনো ইনজুরিতে পড়েছেন এই পেসার। আর তাই এই সিরিজ থেকে ছিটকে যেতে হচ্ছে জেমিসনকে। এই সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না আরেক পেসার ম্যাট হেনরিরও।


গত বছরের জুনে এই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েই পিঠের ইনজুরিতে পড়েন জেমিসন। সেই ইনজুরি গত জানুয়ারিতেই কাটিয়ে উঠেছিলেন তিনি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ফোর্ড ট্রফি ও সুপার স্ম্যাশে অকল্যান্ডের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি।


তবে সিরিজ শুরুর আগমুহূর্তে আবারও পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠেছে তার। এ কারণে তাকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডকে।


promotional_ad

স্টেড বলেন, 'ক্রিকেটে ফিরতে কাইল (জেমিসন) অনেক পরিশ্রম করেছে। এটা তার জন্যে কষ্টের ব্যাপার। গত জুন থেকেই তার এই ইনজুরি চলছে, আমরা এখন এটা নিয়ে আরও সচেষ্ট থাকব। আমাদের মেডিক্যাল টিম তাকে নিয়মিত স্ক্যান করাবে এবং দেখভাল করবে।'


আরো পড়ুন

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন

১ ঘন্টা আগে
ফিন অ্যালেন, ফাইল ফটো

এদিকে প্রথম সন্তানের জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন হেনরিও। পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না তিনি। দুই অভিজ্ঞ পেসার না থাকায় ট্রেন্ট বোল্টকে দলে ফেরাতে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেউ কেউ। যদিও বোল্ট কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকায় তাকে বিবেচনা করেনি তারা।


আপাতত জ্যাকব ডাফি এবং স্কট কুগেলেইনকে দলে সংযুক্ত করেছে নিউজিল্যান্ড। ডাফি শেষবারের ভারত সফরের দলে ছিলেন। কুগেলেইন শেষবার জাতীয় দলে ছিলেন ২০২১ সালের বাংলাদেশ সফরে।


কেন উইলিয়ামসন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর এই সিরিজের মাধ্যমে পূর্ণমেয়াদী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন টিম সাউদি। বে ওভালে ১৬ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজের প্রথম টেস্ট। ২৪ ফেব্রুয়ারি বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।


ইংল্যান্ড সিরিজের নিউজিল্যান্ড দল- টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি (শুধু দ্বিতীয় টেস্ট), টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, ইস সোধি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball