বিপিএলের শেষটা মাতাবে নগর বাউল-ওয়ারফেজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সাদা-মাঠা। তবে শেষটা হচ্ছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। আসরের ফাইনাল ম্যাচের আগে মিরপুর মাতাবে নগর বাউল-ওয়ারফেজের মতো জনপ্রিয় দেশি ব্যান্ড।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। তার আগে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে কনসার্ট শুরুর কথা চিন্তা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের পর থাকবে আতশবাজি ও বিম শো।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, 'আমরা পরিকল্পনা করেছি ফাইনালের দিন কিছু বাড়তি ব্যবস্থা থাকবে। এর মধ্যে হচ্ছে আমাদের দেশের যেসব নামকরা ব্যান্ড আছে, তাদের মধ্য থেকে কয়েকটিকে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য।'
হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ
১১ ঘন্টা আগে
'আমরা চেষ্টা করছি বড় যেসব ব্যান্ড আছে... বিশেষ করে জেমস (নগরবাউল), ওয়ারফেজ, মাকসুদ (মাকসুদ ও ঢাকা) ভাই আছেন। প্রাথমিকভাবে উনাদের সঙ্গেই কথা হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।'-তিনি আরও যোগ করেন।
কনসার্ট ছাড়াও আর কিছু থাকবে কি না জানতে চাওয়া হলে নিজামউদ্দিন জানান আতশবাজি ও বিম শো-এর কথা। তিনি বলেন, 'এই পারফরম্যান্সের বাইরেও যেটা হলো, যেমনটা আপনারা প্রতিটি ম্যাচের পরে দেখেছেন, এবার আমরা চেষ্টা করব আরেকটু বৃহৎ পরিসরে (আতশবাজি) করা যায় কি না। এর সঙ্গে যোগ হবে বিম শো। ফাইনালের পুরস্কার বিতরণের পর হবে এগুলো।'
এদিকে প্রথম কোয়ালিফায়ার জিতে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দল জানা যাবে আগামীকাল মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচের পর।