হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ
১২ ঘন্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা বরাবরের মতো এবারও খারাপভাবেই শুরু করল বাংলাদেশ। কেপটাউনে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সাত উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাজে ব্যাটিং ও বোলিংয়ের মাশুল দিয়েছে দলটি।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ নারী দল। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ৩২ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চারের মার।
এ ছাড়া ৩৪ বলে ২৮ রান করেন অধিনায়ক জ্যোতি। এই দুজন ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল শামিমা সুলতানা এবং লতা মন্ডল। শামিমা ১৩ বলে ২০ এবং লতা ১৩ বলে ১১ রান করেন।

শ্রীলঙ্কার মেয়েদের হয়ে ২৩ রান খরচায় তিন উইকেট নেন ওশাদি রানাসিংহে। দুটি উইকেট নেন চামারি আতাপাত্তু।
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার, সিরিজ শ্রীলঙ্কার
১৪ ঘন্টা আগে
লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৭ বলে ১৫ রান করা চামারি আতাপাত্তুকে প্যাভিলিয়নে ফেরান মারুফা আক্তার। তারপর ২৫ রানের মধ্যে ভিশ্মি গুনারত্নে এবং আনুশকা সাঞ্জিওয়ানিকেও ফেরান মারুফা।
২৩ রান খরচায় তিন উইকেটই নেন মারুফা। এরপর অবশ্য আর উইকেট পায়নি বাংলাদেশ নারী দল। হারশিতা সামাবিক্রমা ৫০ বলে ৬৯ এবং নিলাকশি ডি সিলভা ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।