promotional_ad

ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত সহকারী কোচ, ‘এ’ দলের সঙ্গে আফতাব-রাজিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৭ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

ফেব্রুয়ারির শেষ দিকে সাক্ষাৎকার দিতে আসার কথা ছিল বাংলাদেশ দলের সহকারী কোচের জন্য আবেদন করা বিদেশিদের। সপ্তাহ দুয়েক বাকি থাকলেও ইংল্যান্ড সিরিজে সহকারী কোচ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এদিকে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আফতাব আহমেদ ও রাজিন সালেহ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে ঘোষণার দিন সহকারী নেয়ার কথাও জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। প্রায় সাত বছর পর বাংলাদেশে আসতে যাওয়া ইংল্যান্ড সিরিজেই সহকারী কোচ নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি।


promotional_ad

সহকারী কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। যদিও শুরুতে টি-টোয়েন্টির প্রধান কোচ হতে চেয়েছিলেন ভারতীয় এই কোচ। তবে হাথুরুসিংহেকে তিন সংস্করণের প্রধান কোচ করায় তার সহকারী হিসেবে শ্রীরামকে বিবেচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড।


কদিন আগে পাপন জানিয়েছিলেন শ্রীরামের সহকারী কোচ হওয়ার সম্ভাবনার কথা। তবে নতুন খবর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে চুক্তির কারণে পর্যাপ্ত সময় দিতে পারবেন না শ্রীরাম। যে কারণে সহকারী কোচ হওয়ার সম্ভাবনা কমছে তার।


হাথুরুসিংহের চাওয়ায় কোচিং প্যানেলে দেশি কোচদের সুযোগ দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে দলের সঙ্গে কাজ করে ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবেন দেশি কোচরা। সেখানে করা যুক্ত হচ্ছেন তা এখনও নিশ্চিত করেনি বিসিবি। তবে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয়া হচ্ছে  আফতাব ও রাজিনকে।


এদিকে ইংল্যান্ড সিরিজের আগে অনুশীলন ক্যাম্প রাখছে না বাংলাদেশ। তবে জস বাটলারদের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের পরখ করে নেবেন প্রধান কোচ হাথুরুসিংহে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball