অ্যাঙ্করিংয়ের চেয়ে মেরে খেলা সহজ: রিজওয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
৮ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লে অফ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। দলটির হয়েই নিয়মিতই ব্যাট হেসেছে পাকিস্তানি এই ব্যাটারের।
যদিও তার কাছে ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও অধিনায়ক ইমরুল কায়েসের চাওয়া ছিল অ্যাঙ্করিং রোল। এই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করতে পেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে এরই মধ্যে বিপিএল ছেড়েছেন বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার। রংপুর রাইডার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে দেশে ফিরবেন রিজওয়ানও। এরই মধ্যে এক সাক্ষাৎকারে রিজওয়ান জানিয়েছেন অ্যাঙ্করিংয়ের চেয়ে মেরে খেলাই বেশি সহজ। তবে দলের প্রত্যাশা পূরণ করে সমালোচনা সহ্য করতেও রাজি তিনি।
ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একান্ত আলাপে রিজওয়ান বলেন, 'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অধিনায়ক ও কোচ আমার কাছে কি চায়। বিপিএলে আমার কোচ আমাদের পরামর্শ দিয়েছিল প্রথম দুই ওভারে ঢাকায় আমি যেন উইকেট আগলে রাখি, এমনকি দুই তিন রান করলেও।'
অ্যাঙ্করিং রোল নিয়ে রিজওয়ান আরও বলেন, 'আমার অধিনায়ক ইমরুল কায়েসও আমাকে বলেছি আমি যেন ইনিংসে অ্যাঙ্কর রোল পালন করি। এটা খুব সহজ কাজ নয়। কারণ টি-টোয়েন্টিতে এভাবে খেলার কারণে আপনাকে সমালোচিত হতে হবে। যাদের স্ট্রাইক রেট অনেক বেশি তারা ১০ ইনিংসে ২-৩টি ইনিংসে রান করে। তাই আমার জন্য সেভাবে খেলা সহজ। তবে আমার জন্য দলের প্রত্যাশা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচকদের কথা শোনার চেয়ে।'
পাকিস্তান দলেও একই সমস্যায় পড়তে হয় রিজওয়ানদের। যদিও উইকেট ও কন্ডিশন অনুযায়ী খেলতেও অভ্যস্ত তারা। এজন্য যেকোনো উইকেটে মানিয়ে নিতে সমস্যা হয় না বলে জানিয়েছেন রিজওয়ান। ভালো উইকেটে ২০০ রানও করা যায় বলে জানালেন এই পাকিস্তানি ব্যাটার।
তার ভাষ্য, 'পাকিস্তান দলেও আমাদের একই সমস্যায় পড়তে হয়। কিন্ত আমরা যদি ভালো ব্যাটিং উইকেট পাই আমরা ২০০ রানও করতে পারি। আমাদের পিচ ও কন্ডিশন অনুযায়ী খেলতে হবে। বাবরের সঙ্গে আমার ৪টি ১৫০ এর বেশি রানের জুটি আছে। আমরা এক্সিলেরেটও করতে পারি। আমরা পিচ অনুযায়ী ব্যাটিংও করতে পারি।'