তোমার কৃতজ্ঞ থাকা উচিত, উমরকে আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের দল নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন
২০ মার্চ ২৫
অধারাবাহিক পারফরম্যান্স আর বাজে ফিটনেসের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্য দলগুলো যেখানে উমর আকমলের দিকে ফিরেও চায়নি।
এই ব্যাটাররকে তখন লুফে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এ কারণে উমরকে কৃতজ্ঞ থাকতে বলেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

এ প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, 'উমর আকমলের কৃতজ্ঞ থাকা উচিত কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে। যেখানে পিএসএলের অন্য দলগুলো তার প্রতি আগ্রহই দেখায়নি।'
সাম্প্রতিক সময়ে খুব বেশি টি-টোয়েন্টি না খেললেও লিস্ট 'এ' ক্রিকেটে দারুণ ফর্মে আছেন উমর। সর্বশেষ ১০ ম্যাচের ম্যাচে ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৩৮৩ রান।
এর মধ্যে চারটিই হাফ সেঞ্চুরি। এর মধ্যে একটি ইনিংস আবার ৯৫ রানের। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন আরেকটি ম্যাচে। এই ফর্ম ধরে রাখতে পারলে কোয়েটা নিশ্চিতভাবেই উপকৃত হবে।
আফ্রিদি অবশ্য উমরকে ফিটেনেসে উন্নতির পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'উমরের লম্বা সময় ধরেই ফিটনেসে সমস্যা রয়েছে। তাকে একজন ব্যাটার হিসেবে আমি পছিন্দ করি। কিন্তু তাকে নিজের ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে।'