promotional_ad

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবির্নি নেতৃত্বে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ১১ মার্চ দেশ ত্যাগ করবে আইরিশরা। ১৫ মার্চ প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই।


বাংলাদেশ সিরিজ দিয়ে ৪ বছর পর লাল বলের ক্রিকেটে মাঠে নামবে। তবে সাদা পোষাকের দলে পল স্টার্লিংকে বিবেচনা করেনি আইরিশরা। যদিও এই আইরিশ ক্রিকেটারের সঙ্গে আলোচনা করেই তাকে টেস্ট দলে বিবেচনা করেননি দলটির প্রধান নির্বাচক হেনরিক মালান।


বাংলাদেশ সিরিজ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে আইরিশরা। সেই সিরিজের জন্যও দল দিয়েছে নির্বাচকরা। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্টের স্কোয়াডে ১০ থেকে ১৫ জন ক্রিকেটার রয়েছেন লাল বলে অভিষেকের অপেক্ষায়।


promotional_ad

১৫ মার্চ বাংলাদেশে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এরপর ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এপ্রিলে ১টি টেস্ট খেলবে দুই দল। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এটিই হবে প্রথম টেস্ট। শ্রীলঙ্কা সফরে একটি টেস্টের সঙ্গে ২টি ওয়ানডে খেলবে আইরিশরা।


বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড- অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।


বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড- অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্?? ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, ব্যারি ম্যাককার্থি, কনোর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড- অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।


আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর সূচি:


১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট


১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball