promotional_ad

নিজেকে বাদ দিয়ে সরফরাজকে দলে নিতে বলেছিলেন রিজওয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

৮ জুলাই ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

ব্যাট হাতে ২০২১ সালে স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। যদিও সেই ফর্ম ধরে রাখতে পারেননি ২০২২ সালে। বিশেষ করে সাদা পোশাকে ব্যর্থতার ফলে দলে তার অন্তর্ভূক্তি নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে নিজেই দল থেকে সরে দাঁড়িয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।


তার বদলে জায়গা দেয়া হয়েছিল সরফরাজ আহমেদকে। লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই সাবেক অধিনায়ক। তবে রিজওয়ানের পরামর্শেই সুযোগ দেয়া হয় সরফরাজকে।


promotional_ad

রিজওয়ান জানিয়েছেন তিনিই নাকি সরফরাজকে দলের নেয়ার জন্য প্রধান কোচ সাকলাইন মুশতাককে অনুরোধ করেছিলেন। রিজওয়ান বলেন, 'আপনি প্রধান কোচ সাকলাইন মুশতাককে জিজ্ঞাসা করতে পারেন যে ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে আমি তাকে কী বলেছিলাম।'


আরো পড়ুন

বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার

১৯ জুন ২৫
বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার, ফাইল ফটো

সরফরাজের পারফরম্যান্সে আনন্দিত রিজওয়ান বলেছেন, ‘ভালো লাগছে যে সরফরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি ভালো করছিলাম না, সে কারণে দলের জায়গা আমার প্রাপ্য ছিল না। আমি কোচ ও অধিনায়ককে বলেছিলাম, আমাকে বাদ দিতে, যেহেতু আমার ফর্ম বাজে যাচ্ছিল। আমিই নিউজিল্যান্ডের বিপক্ষে সরফরাজকে দলে নিতে বলেছিলাম। সরফরাজ জায়গা পেয়েছিল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে।’


নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ৮৩.৭৪ গড়ে ৩৩৫ রান করেছেন সরফরাজ। এমনকি এই দ্বিপাক্ষিক সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।


অবশ্য পারফর্ম করতে না পারায় বেঞ্চে বসে থাকার উদাহরণ এর আগেও দেখিয়েছিলেন রিজওয়ান। পিএসএলে পারফর্ম করতে না পারায় স্বেচ্ছায় একাদশের বাইরে ছিলেন তিনি একবার। সেই উদাহরণ টেনে রিজওয়ান বলেন, 'অতীতে পিএসএলের সময় যখন বেঞ্চে ছিলাম, তখনও আঘাত পাইনি। আমি ভেবেছিলাম তারা দলের প্রতি সৎ ছিল এবং আমাকে বেঞ্চে রাখাটা সেই সময়ে দলের প্রয়োজন ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball