'চট্টগ্রাম তরুণদের প্রমোট করে'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
শুরু থেকেই তারুণ্য নির্ভর দল গড়ে আসছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের আসরেও ব্যাতিক্রম কিছু ছিলো না। যদিও বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও স্কোয়াডে ছিল। তবে ফ্র্যাঞ্চাইজিটি তরুণদের প্রধান্য দিয়েই দল গড়ার চেষ্টা করে।
চট্টগ্রামের বর্তমান দলে সবচেয়ে বড় দেশি তারকা আফিফ হোসেন। গত কয়েক বছর ধরে জাতীয় দলে নিয়মিত হলেও বয়সে এখনও তরুণ এই ব্যাটার। তাছাড়া বিদেশীদের ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত দলটার সবচেয়ে ধারবাহিক ব্যাটার উসমান খান। পাকিস্তানি এই তরুণ ব্যাটার আসরে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

চট্টগ্রামের স্পিনার মোহাম্মদ নিহাদুজ্জামান বলেন, 'চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবসময় তরুণ খেলোয়াড়দের প্রমোট করে। তো তারা এবছরও সুযোগ দিছে। আমরা কেউ কেউ সুযোগ কাজে লাগাতে পেরেছি। তবে পুরো দল যদি ধারাবাহিক হতে পারতো তাহলে আরো ভালো লাগতো।'
এবারের আসরে চট্টগ্রামের বোলিং ইউনিটের অন্যতম সেরা পারফর্মার ছিলেন নিহাদুজ্জামান। এই তরুণ স্পিনার এর আগে আরও দুইবার বিপিএলে খেললেও কখনো সেভাবে পারফর্ম করতে পারেননি। তবে এবার শুরু থেকেই লাইম লাইট নিজের করে নিয়েছেন।
এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ১২ উইকেট। আসরের সেরা উইকেট শিকারীর তালিকায় সাত নম্বরে আছেন এই তরুণ স্পিনার। যেখানে এক ম্যাচেই ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
নিহাদুজ্জামান বলেন, 'এটা আমার তৃতীয় বিপিএল। সবমিলিয়ে এই আসরটা আমার জন্য ভালো গেছে। কিন্তু দল হিসেবে যদি আরেকটু ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরোও ভালো হতো।'