promotional_ad

ব্র্যাথওয়েট-চন্দরপল-ব্যালেন্সদের ইতিহাস গড়া টেস্ট ড্র

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

২০ ঘন্টা আগে
জয়ের পথে সাউথ আফ্রিকার উচ্ছ্বাস

প্রত্যাশিতভাবেই ড্র হয়েছে বুলাওয়ে টেস্ট। রঙ ছড়িয়েও জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ। শেষদিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৫ উইকেটে ২০৩ রান। সফরকারীরা ইনিংস ঘোষণা করলে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের। ছয় উইকেটে ১৩৪ রান করে থেমে যায় জিম্বাবুয়ে। ততক্ষণে টেস্ট ম্যাচটি ড্র। দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা হলো না কারোরই।


বিনা উইকেটে ২১ রান নিয়ে ম্যাচের শেষ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এ দিনের শুরুতে মাঠে নেমেই দুর্লভ এক রেকর্ড গড়েন ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ত্যাগনারায়ণ চন্দরপল। এই ম্যাচটিতে এই জুটি ব্যাটিং করেছে পাঁচ দিনেই! আর তাতে টেস্ট ক্রিকেটে একই জুটি বা উদ্বোধনী জুটি পাঁচ দিনই ব্যাটিংয়ে নামার বিরল একটি রেকর্ড গড়েছেন এই দুজন।


১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এমনটা আগে দেখা যায়নি কখনোই। বেশীক্ষণ অবশ্য ব্যাটিং করা হয়নি চন্দরপল-ব্র্যাথওয়েটের কারোরই। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান চন্দরপল এই ইনিংসে ৬৬ বলে ১৫ রান করে ব্র্যাড ইভান্সের বলে ফিরে গেছেন।


অধিনায়ক ব্র্যাথওয়েট ৭৭ বলে ২৫ রান করে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন। ৫০ রানের মধ্যেই এই দুই ওপেনার ফিরে যান। তারপর ১০৭ রানের জুটি গড়েন রেইমন রেইফার ও জার্মেইন ব্ল্যাকউড।


promotional_ad

১০৬ বলে ৫৮ রান আসে রেইফারের ব্যাটে। ব্ল্যাকউড করেন ৮৪ বলে ৫৭ রান। শেষদিকে রস্টন চেজ ১৪ বলে ১৪ এবং কাইল মায়ার্স ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। জিম্বাবুয়ের হুয়ে ৭১ রান খরচায় তিন উইকেট নেন মাসাকাদজা।


আরো পড়ুন

৪০০ করার সুযোগ পেলে আমি করে ফেলতাম: গেইল

৪ ঘন্টা আগে
ক্রিস গেইল, ফাইল ফটো

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১২০ রানের মধ্যে ছয়টি উইকেট হারায় তারা। দলটির হয়ে ৬০ বলে সর্বোচ্চ ৩১ রান করেন চামু চিবাবা।


ইনোসেন্ট কাইয়া ও তাফাদজা সিগা করেন ২৪ রান করে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়া 'সাবেক ইংলিশ ব্যাটার' ব্যালেন্স এই ইনিংসে করেন ৬৩ বলে ১৮ রান। মূলত গুড়াকেশ মোতির অসাধারণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে, যদিও ম্যাচটি ড্র করে তারা। ৫০ রান খরচায় ৪ উইকেট নেন মোতি। ৯ রান খরচায় দুই উইকেট নেন চেজ।


সংক্ষিপ্ত স্কোর:


ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস)- ৪৪৭/৬ (১৪৩ ওভার) (ইনিংস ঘোষণা) (চন্দরপল ২০৭*, ব্র্যাথওয়েট ১৮২; মাভুতা ৫/১৪০)।


জিম্বাবুয়ে (১ম ইনিংস)- ৩৭৯/৯ (১২৫ ওভার) (ইনিংস ঘোষণা) (কাইয়া ৫৯, ব্যালেন্স ১৩৭*, মাভুতা ৫৬; জোসেফ ৩/৭৫)।


ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস)- ২০৩/৫ (৬০ ওভার) (ইনিংস ঘোষণা) (রেইফার ৫৮, ব্ল্যাকউড ৫৭; মাসাকাদজা ৩/৭১)।


জিম্বাবুয়ে (২য় ইনিংস)- ১৩৪/৬ (৫৪ ওভার) (লক্ষ্য ২৭২ রান) (চিবাবা ৩১, সিগা ২৪*; মোতি ৪/৫০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball