promotional_ad

টানা ষষ্ঠ জয়ে শীর্ষ দুইয়ে রংপুর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। তারপরও শীর্ষ দুইয়ে থাকতে জয়ের বিকল্প ছিল না রংপুর রাইডার্সের সামনে। ছন্দে থাকা দলটির অবশ্য জয় পেতে খুব বেশি কষ্টও করতে হয়নি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেসে-খেলে জিতে টানা ষষ্ঠ জয় তুলে নেয়ার সঙ্গে শীর্ষ ২'এ উঠে এলো নুরুল হাসান সোহানের দল।


ম্যাচ জিততে বড় লক্ষ্য ছিল না রংপুরের। স্কোয়াডে যোগ দেয়া নতুন দুই বিদেশি টম কোহলার কাডমোর ও রহমানউল্লাহ গুরবাজকে একাদশে রেখেই দল সাজিয়েছিল দলটি। আর গুরবাজের কাছে থেকে প্রত্যাশিত পারফরম্যান্সই পেয়েছে রংপুর।


চলতি আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা এই আফগান ব্যাটার ২৯ বলে রান করেছেন ৪৬। এর আগে ১৩৩ রানের লক্ষ্যে দলকে উড়ন্ত সূচনা এনে দেন নাঈম শেখ ও রনি তালুকদার। ৪.৩ ওভারে নাঈম শেখ আউট হওয়ার আগে দলের স্কোরবোর্ডে রান ছিল ৩৮।


বাঁহাতি এই ওপেনার আউট হয়েছেন ১২ বলে ২০ করে, নিহাদউজ্জামানের বলে বোল্ড হয়ে। সঙ্গী হারালেও গুরবাজকে নিয়ে রানের চাকা সচল রাখেন রনি। তাদের ব্যাটে দলীয় ৫০ পার করে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা।


promotional_ad

তবে অষ্টম ওভারে দলীয় ৫৮ রানে রনিকে বিদায় করেন জিয়াউর। ২৮ বলে ২৭ রান করে এই ওপেনার ফিরলেও ক্রিজে নেমে গুরবাজের সঙ্গে জুটি বাঁধেন নুরুল হাসান। এই জুটিতে রংপুর পৌঁছে যায় দলীয় শতরানে।


কিন্তু এরপর নিহাদুজ্জামানকে সামনে এগিয়ে মারতে গিয়ে স্টাম্পিং হন গুরবাজ। তবে ক্রিজে নেমে টম কোহলার প্রথম বলেই হাঁকান ছক্কা। পরের ওভারের প্রথম বলে মেহেদি হাসান রানাকে ছক্কা হাঁকান নুরুল। এই জুটিতে আর পেছনে তাকায়নি রংপুর। ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নুরুলবাহিনী। 


এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি চট্টগ্রামের দুই ওপেনার ম্যাক্স ও'ডাউড ও মেহেদি মারুফ। পাওয়ার প্লে'তে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলটি আরও বিপদে পড়ে পাওয়ার প্লে'র পরই।


৮ বলে ১৫ রান করে আফিফ হোসেন ফিরলে নবম ওভারে কার্টিস ক্যাম্ফার ফেরেন ৩ রানে হাসান মাহমুদের বলে স্টাম্প ভেঙে। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক জিয়াউর রহমান ও তৌফিক খান তুষার মিলে দলকে বিপদ থেকে টেনে ১০০'র পথে নিয়ে যান।


তবে ৯৭ রানে তুষারকে বিদায় করেন রাকিবুল হাসান। ২৬ বলে ২৮ রান করে তিনি ফিরলে ২৫ বলে ৩৩ রানে বিদায় নেন জিয়াও। এরপর শেষের দিকে ব্যাটারদের চেষ্টায় সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। ১৩২ রানে থামে দলটির ইনিংস। ২টি করে উইকেট নেন রাকিবুল ও হারিস রউফ।


সংক্ষিপ্ত স্কোর-


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ১৩২/৮ (২০ ওভার) (জিয়া ৩৩, তুষার ২৮) (রউফ ২/১৪)


রংপুর রাইডার্স- ১৩৫/৩ (১৬ ওভার) (গুরবাজ ৪৬, রনি ২৮) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball