promotional_ad

হৃদয়-জাকিরের তান্ডবে সিলেটের জয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব

৩১ জানুয়ারি ২৫
সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তানজিম সাকিব, ক্রিকফ্রেঞ্জি

সিলেটে পর্বে শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। এই পর্বে প্রথম ম্যাচে একশো রানও স্কোরবোর্ডে তুলতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। তবে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি তাদের। খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো তান্ডব চালিয়েছে স্বাগতিক ব্যাটাররা। জাকির হাসান এবং তৌহিদ হৃদয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ১৯২ রান সংগ্রহ করেছিল সিলেট স্ট্রাইকার্স। বড় লক্ষ্যে খেলতে নেমে ১৬১ রানে থেমেছে খুলনা। তাতে ৩১ রানের জয় পেয়েছে সিলেট। 


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি খুলনার। ৭ রান করা অ্যান্ডি বার্লবির্নিকে সাজঘরে ফিরিয়ে টাইগার্স শিবিরে প্রথম আঘাত হানেন রুবেল হোসেন। আরেক ওপেনার তামিম ইকবাল এদিন উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১২ রান।


২০ রানে দুই ওপেনারকে হারিয়ে ধুকছিল খুলনা, তখন দলের হাল ধরেন শাই হোপ এবং মাহমুদুল হাসান জয়। তৃতিয় উইকেটে এই দুই জনের জুঁটিতে ৫৪ রান যোগ করে খুলনা। ৩৩ রান করে হোপ সাজঘরে ফিরলে ভাঙ্গে সেই জুটি। 


promotional_ad

এরপর আজম খানকে সঙ্গে নিয়ে সিলেটের বোলারদের ভালোই জবাব দিচ্ছিলেন জয়। তবে ২০ রানে থামেন এই তরুণ ব্যাটার। এরপর আর বেশিদূর এগোতে পারেননি আজমও। এই পাকিস্তানি ব্যাটার সাজঘরে ফেরার আগে করেছেন ১৭ বলে ৩৩ রান। 


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলতে পেরেছে খুলনা। এরফলে ৩১ রানের বড় জয় পেয়েছে সিলেট। আর তাতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পাকা-পোক্ত করেছে মাশরাফির দল। 


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় সিলেট। নাজমুল হোসেন শান্ত এদিন সুবিধা করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ইনফর্ম ওপেনার। শান্ত শুরুতেই ফিরে গেলেও এদিন অশান্ত ছিলেন আরেক ওপেনার তৌহিদ হৃদয়।


তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসানও। দ্বিতীয় উইকেট জুঁটিতে এই দুই তরুণ ব্যাটার রীতিমতো তান্ডব চালিয়েছেন খুলনার বোলারদের ওপর। হৃদয় ৪৯ বলে ৭৪ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ১১৪ রানের এই জুঁটি। 


হাফ সেঞ্চুরি পেয়েছেন জাকিরও। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান এসেছে তার ব্যাট থেকে। এই ইনিংস খেলার পথে দুটি চার এবং চারটি ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ ব্যাটার। 


শেষদিকে রায়ান বার্ল-থিসারা পেরেরারাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। বার্লের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২১ রান। আর লঙ্কান হার্ডহিটার অপরাজিত ছিলেন ৭ বলে ১৭ রান করে। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে সিলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball