promotional_ad

সূর্যকুমারের চেয়ে ভালো স্কিলের কাউকে দেখিনি: পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার

১৮ জুন ২৫
ভারতের অনুশীলন জার্সিতে সূর্যকুমার যাদব

উইকেটে গিয়ে প্রথম বল থেকেই শট খেলতে পারেন, স্পিনার কিংবা পেসার যেকোনো বোলারের বিপক্ষেই সাবলীল ব্যাটিং করেন, লেগ স্ট্যাম্পের দিকে সরে এসে জায়গা করে নিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকানো কিংবা ল্যাপ শট সবই স্বাছন্দ্যে খেলেন সূর্যকুমার যাদব। তার এমন ৩৬০ ডিগ্রি ব্যাটিং অনে ধরেছে রিকি পন্টিংয়ের।  তার মতে, উদ্ভাবনী সামর্থ্য এবং স্কিলের দিক থেকে সূর্য কুমারের চেয়ে ভালো কেউই নেই। 


মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে লাইম লাইটে আসেন সূর্যকুমার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পরই জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে তা দুই হাত ভরে কাজে লাগিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।


promotional_ad

২০২২ সালে টি-টোয়েন্টিতে ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। ছক্কাই মারেন ৬৮টি! যা এক বছরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা। টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু দিন ধরেই এক নম্বরে আছেন তিনি। ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরষ্কারও জিতেছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। 


আরো পড়ুন

লর্ডস টেস্টের আগে ডিউক বল নিয়ে চিন্তিত ভারত

৫৫ মিনিট আগে
উইকেটের পর ভারতীয় দলের উল্লাস, ফাইল ফটো

পন্টিং বলেন, ' উদ্ভাবনী সামর্থ্য ও স্কিলের দিক থেকে ক্রিকেটে তার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমরা ৩৬০ ডিগ্রি ব্যাটিং করতে পারা ক্রিকেটারদের ব্যাপারে কথা বলি...উইকেট-কিপারের পেছন দিয়ে, ফাইন লেগের ওপর দিয়ে সে যেসব শট খেলে, চমকপ্রদ!' 


এর আগেও এবি ডি ভিলিয়ার্সকে বলা হতো ৩৬০ ডিগ্রি ব্যাটার। তবে এমন দক্ষ ব্যাটার খুব বেশি একটা দেখা যায়নি। ব্যাটিংয়ে সূর্যকুমারের এমন সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেটে আরও অনেক ব্যাটারকে এই পথে হাঁটতে অনুপ্রাণিত করছে বলে মনে করেন পন্টিং।  


তিনি বলেন, 'তার এই ব্যাটিংয়ে এখন যা হবে, অন্য অনেকেই এভাবে খেলার চেষ্টা করবে। যা বিশ্ব ব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের স্কিলে ভিন্ন মাত্রা যোগ করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball