টেস্ট ক্রিকেটের উন্নতিতে কোচিং প্যানেলে পরিবর্তনের আভাস
.png)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড
৬ জুলাই ২৫
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া দল। তবে টি-টোয়েন্টি আর টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সের গ্রাফটা একটু নিচের দিকেই। সাদা পোশাকের ক্রিকেটে উন্নতির জন্য বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। শ্রীঘ্রই এর বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বছরের শুরুতে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০, শ্রীলঙ্কার সঙ্গে ১-০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে টাইগাররা।ভারতের বিপক্ষে বছরের শেষটাও হয়েছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে।

এমন পারফরম্যান্সের পরও বিসিবির প্রাধান্যের শীর্ষে এখনও টেস্ট ক্রিকেট। জালাল ইউনুস মনে করেন টেস্টে ভালো করলে অন্য দুই ফরম্যাটেও বাংলাদেশের পারফরম্যান্স আরও উন্নতি হবে বলে বিশ্বাস তার। এই ফরম্যাটে উন্নতির বিকল্প দেখছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'আমরা শুধু আজকে না অনেক আগে থেকেই বলছি। টেস্টকে আমরা সবচেয়ে বেশি প্রায়রিটি (প্রাধান্য) দিচ্ছি। লঙ্গার ভার্সনকে আমাদের প্রায়রিটি দিতেই হবে। যদি আমরা লঙ্গার ভার্সনে ভালো খেলি তাহলে বাকি যে ফরম্যাটগুলো আছে টি-টোয়েন্টি-ওয়ানডেতে আমরা আরও ভালো করতে পারবো। লঙ্গার ভার্সনে আমাদের ভালো করতেই হবে।'
টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কোচিং প্যানেলেও পরিবর্তনের আভাস দিয়েছেন জালাল ইউনুস। ক্রিকেটাররা যেন টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী হন এ জন্য কদিন আগেই ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও উন্নতির তাগিদ দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। ঘরোয়া টুর্নামেন্টগুলোকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, 'এটাকে আকর্ষণীয় করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। টেস্ট দলের জন্য সামনে আমরা কিছু পরিবর্তন আনবো কোচিংয়ে, যাতে টেস্ট দলটাকে আরও উন্নত করা যায়। এ কারণে আমরা ম্যাচ ফিও বাড়িয়েছি। যাতে তারা মনে না করে টি-টোয়েন্টি বা ওয়ানডের থেকে টেস্টে আকর্ষণ কম। এটাকে আরও আকর্ষণীয় করতে হবে। এ বছর ডমেস্টিক টুর্নামেন্টগুলো ভালো হয়েছে। আমাদের আরও ভালো করতে হবে। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে, উইকেটগুলোও ভালো ছিল।'